সেপ্টেম্বরেই পরিবারে নতুন অতিথি, সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মধ‍্যেই সাধ খেলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। সুন্দর করে সেজেগুজে বাড়িতেই ছোট করে সাধের অনুষ্ঠান করলেন পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এবার অপেক্ষা রাজ শুভশ্রীর পরিবারে এক ফুটফুটে নতুন অতিথি আসার।
পরনে হলুদ শাড়ি, হালকা সোনার গয়না, হালকা মেকআপেও উপচে পড়ছে শুভশ্রীর ‘প্রেগনেন্সি গ্লো’। এমন মোহময়ী রূপেই সাধের দিন ধরা দিলেন অভিনেত্রী। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করতেই বয়ে গেল শুভেচ্ছার বন‍্যা। অনুরাগীরা তো বটেই, শুভশ্রীর টলিপাড়ার বন্ধুবান্ধব ও সহকর্মীরা কেউই বাদ যাননি কমেন্ট করতে। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, অঙ্কুশ, প্রিয়াঙ্কা সকলেই শুভেচ্ছা জানান শুভশ্রীকে।

https://www.instagram.com/p/CDQwGptAq1r/?igshid=85wh10ot58dn

লকডাউন ও করোনা পরিস্থিতির মধ‍্যে সাবধানতা অবলম্বন করে বাড়িতেই হয়েছে শুভশ্রীর সাধের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস‍্যরা। এরপর ২৯ সেপ্টেম্বর নতুন অতিথির আগমনের জন‍্যই অপেক্ষা করছেন সকলে।

https://www.instagram.com/p/CBNJd-qgXuH/?igshid=17q0gfy0xjilm

দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তী। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে দুটি ছবি শেয়ার করে এই খবর জানান শুভশ্রী ও রাজ। দুজনের পরনেই কালো টিশার্ট। রাজের শার্টে লেখা, ‘হবু বাবা’ ও অভিনেত্রীর শার্টে লেখা ‘মা হতে চলেছেন’।

https://www.instagram.com/p/CC3lQQxgoe7/?igshid=9ru6tdoqo8u5

https://www.instagram.com/p/CA4MKNRJTQp/?igshid=sxzjww76y32m

তারপর থেকে কখনও বেবি বাম্পের ছবি আবার কখনও প্রাণ খুলে চকলেটে মজে যাওয়ার ছবি শেয়ার করছেন শুভশ্রী। শুভশ্রীর বেবি বাম্পের প্রথম ছবি প্রকাশ‍্যে আনেন রাজ। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।
এদিন অভিনেত্রীর পরনে ছিল ট্র‍্যাডিশনাল দক্ষিণ ভারতীয় শাড়ি ও সঙ্গে মানানসই লাল ব্লাউজ। পাশে সাদা পাঞ্জাবিতে রাজকেও লাগছিল বেশ। ছবির ক‍্যাপশনে পরিচালক লেখেন, ‘তোমার বাইরের ও অভ‍্যন্তরের সৌন্দর্য আমায় প্রতিবার মুগ্ধ করে। মনে হয় আমি ক্লাউড নাইনে আছি।’

X