‘খুদে হিরোইন’, গোল গোল চোখে মায়ের মেকআপ দেখতে ব্যস্ত ইয়ালিনী, মিষ্টি ছবি শেয়ার করলেন শুভশ্রী

বাংলাহান্ট ডেস্ক : ইউভান আর ইয়ালিনী, দুই ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। ইউভান এখন কিছুটা বড় হলেও ইয়ালিনী ছোট্ট। দুই ভাই বোনের কাণ্ডকারখানা দেখেই সময় কেটে যায় অভিনেত্রীর। আবার নেট পাড়ায় নিজের অনুরাগীদের সঙ্গেই দুই খুদের খুনসুটির ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নেটিজেনরাও দুই স্টারকিডকে দেখতে খুবই ভালোবাসেন। বিশেষ করে খুদে ইয়ালিনীর মিষ্টি হাসি মুখ কম সময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

ইয়ালিনীকে নিয়ে শুটিং ফ্লোরে শুভশ্রী (Subhashree Ganguly)

সন্তানদের সামলানোর পাশাপাশি নিজের কেরিয়ারের দিকেও ফোকাসড শুভশ্রী (Subhashree Ganguly)। একটার পর একটা ছবির কাজে বেশ ব্যস্ত থাকেন তিনি। মাঝেমাঝে ছেলেমেয়েদেরও তিনি নিয়ে যান নিজের সঙ্গে। এর আগে ইউভানকে মা বাবার সঙ্গে শুটিং ফ্লোরে যেতে দেখা গিয়েছে। ইয়ালিনীকেও এখন থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যেই বড় করছেন শুভশ্রী (Subhashree Ganguly)।

Subhashree Ganguly shared yaalini cute photos

মেকআপ দেখেই অবাক অভিনেত্রী কন্যা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘গৃহপ্রবেশ’ ছবির শুটিং করছেন তিনি বর্তমানে। সেই ছবির শুটিং ফ্লোরেই মায়ের সঙ্গে গিয়েছিল ইয়ালিনী। গোলাপি কোঅর্ড পরে, মাথায় ঝুঁটি বেঁধে ইয়ালিনী হাজির মায়ের মেকআপ রুমে। শুভশ্রীর (Subhashree Ganguly) শেয়ার করা ছবিতে দেখা যায়, গোল গোল চোখ করে মায়ের মেকআপ করা দেখছে সে। তারপর নিজের হাতেই ব্রাশ তুলে নিয়ে মায়ের মুখে মেকআপ করা শুরু করে খুদে ইয়ালিনী।

আরো পড়ুন : ‘ইন্ডাস্ট্রি’র দায়িত্ব তাঁর কাঁধে, প্রসেনজিতের সর্বক্ষণের ছায়াসঙ্গী, বুম্বাদার দেহরক্ষী রাম সিং এর বেতন কত জানেন?

কী বলছেন নেটিজেনরা: এদিকে তার কাণ্ড দেখে হেসেই অস্থির মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। মায়ের কোলে বসে মিষ্টি হেসে পোজ দিন ছবিও তুলেছে ইয়ালিনী। ছবিগুলি দেখে আপ্লুত নেটিজেনরা। দেবলীনা কুমার লিখেছেন, ‘পুরো পুতুল’। আরেকজন লিখেছেন, ‘ছবি তোলার জন্য সবসময় রেডি’। আবার আরেকজন লিখেছেন, ‘এখন থেকেই হিরোইন’!

আরো পড়ুন : বিবাহিত কাঞ্চনের সঙ্গেই প্রেম! ‘কারোর কখনো ক্ষতি করিনি’, বলছেন শ্রীময়ী

এক বছর হতে চলল ইয়ালিনীর জন্ম দিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)। জন্মের পরপরই ইউভানকে প্রকাশ্যে আনলেও ইয়ালিনীকে দীর্ঘদিন আড়ালেই রেখেছিলেন রাজ শুভশ্রী। তবে এখন প্রায়ই খুদের ছবি শেয়ার করেন অভিনেত্রী। নেটিজেনদের মতে, ইউভানকে শুভশ্রীর মতো দেখতে হলেও ইয়ালিনী একেবারে বাবার মতোই হয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর