দেড় বছরও হয়নি বয়স, মা শুভশ্রীর থেকে ট্রেনিং নিয়ে অভিনয়ে আসছে ইউভান!

বাংলাহান্ট ডেস্ক: মা, বাবা দুজনেই টলিউডের হেভিওয়েট তারকা। তাই ছেলে ইউভান (yuvaan) যে অভিনয় জগতেই পা রাখবে তা নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয়। কিন্তু রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) আদুরে ছেলে যে এখন থেকেই অভিনয় শুরু করে দেবে তা হয়তো কেউই ভাবতে পারেননি। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ইউভানের অভিনয় প্রতিভার নমুনা দেখিয়েছেন শুভশ্রী।

খেলায় ব‍্যস্ত ছেলেকে তিনি বললেন, হাসির অভিনয় করে দেখাতে। মায়ের নির্দেশ মেনে একগাল হেসে দেখালো ইউভান। কিন্তু কাকে যে সে নকল করল তা বোঝা গেল না। ছেলের কাণ্ড দেখে হাসতে হাসতে শুভশ্রী জিজ্ঞাসা করলেন, “এটা কি হাসির অভিনয় করছো নাকি কান্নার?” মায়ের কথার অবশ‍্য উত্ত‍র দেয়নি ইউভান। বরং ফের নিজের গাড়ি নিয়ে খেলায় মন দিয়েছে সে।

IMG 20220119 002903
ইউভানের অভিনয়ের ভিডিওটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘এখনো দেড় বছরও হয়নি ওর’। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে বুঝিয়েছেন, ছেলে বেশ নাটুকে তৈরি হয়েছে। কমেন্টে খুদেকে একরাশ আদর, ভালবাসা পাঠিয়েছেন দেবলীনা কুমার ও দর্শনা বণিক।

‘টলিউডের তৈমুর’ বলেও পরিচিতি পেয়েছে শুভশ্রীর ‘রাজপুত্র’। এক মাথা কোঁকড়া চুল, বড় বড় চোখ আর দুষ্টু মিষ্টি হাসি দিয়ে সকলের মন ভুলিয়ে দিতে পারে ইউভান। বাবা পরিচালক, মা নামী অভিনেত্রী। বড় হয়ে ইউভান যদি ফিল্মি জগতে আসে তবে নায়ক হিসেবে তার জায়গা পাকা হতেই পারে।

https://www.instagram.com/reel/CY1EwaMhyRS/?utm_medium=copy_link

 

এ নিয়ে দ্বিমত নেই নেটনাগরিকদের। শুভশ্রী আগেই জানিয়েছিলেন, ছবির শুটিংয়ের সময় ইউভানকে সঙ্গেই রাখবেন তিনি। আউটডোর শুট হলেও ছেলেকে নিয়েই যাবেন। শুটিংয়ের পরিবেশেই বড় হোক ইউভান, এমনটাই চান শুভশ্রী।

IMG 20220107 131607 1
কিছুদিন আগেই আইসোলেশন থেকে মুক্তি পেয়েছেন রাজ শুভশ্রী। আর আইসোলেশন থেকে বেরিয়েই ছেলেকে কোলে তুলে নিয়েছেন পরিচালক বিধায়ক। ইউভানকে এতদিন পর কাছে পেয়ে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন রাজ। বাবার আদরের অত‍্যাচার সহ‍্য করেও মুখ বুজে ক‍্যামেরার দিকে তাকিয়ে ইউভান।

ক‍্যাপশনেও ছেলের জন‍্য আদর উপচে পড়েছে বাবার। লিখেছেন, ‘চটকে খেয়ে নেব’! এতদিন পর ইউভানকে কাছে পেয়েছেন, মন ভরে আদর না করলে চলে? এতদিন আলাদা আলাদা ঘরে বসে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেছেন রাজশ্রী। সেই ভিডিও উঠে এসেছিল সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর