বাথটাবে শুয়ে শুভশ্রী, ছবি শেয়ার করে ঝড় তুললেন সোস্যাল মিডিয়াতে

বাংলা হান্ট ডেস্ক: বাথটাবে শুয়ে শুভশ্রী, সেক্সী লুকে উত্তাপ ছড়াচ্ছেন। নতুন ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন টলিউডের এই প্রথম সারির নায়িকা। প্রকাশ্যে আসার সাথে সাথেই হুহু করে ভাইরাল হয়ে পরে সেই ছবি। 

 

ছবিতে দেখা যাচ্ছে, একটি বাথটাবে শুয়ে রয়েছেন শুভশ্রী। কালো পোশাক পরে বাথটাবে শুয়ে রয়েছেন রাজ-ঘরণী। ফটোশ্যুটের জন্যই বাথটাবের মধ্যে পোজ দেন অভিনেত্রী। শুভশ্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ছড়িয়ে পড়ে। সেক্সী লুকে ঝড় তুলছেন ভক্তদের মনে। দেখুন সেই ছবি..

https://www.instagram.com/p/B5ChKWqAra2/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি পরিণীতায় অভিনয় করে দর্শকদের  মন কেড়ে নেন শুভশ্রী। এই সিনেমার পরই ফের নতুন করে পেজ থ্রির পাতায় চর্চায় চলে আসেন তিনি। পরিণীতার জন্য শুভশ্রী নিজেকে নতুন করে গড়ে তুলেছেন বলে মন্তব্য করতে শুরু করেন দর্শকরা। পরিণীতার সাফল্যের পর এবার ধর্মযুদ্ধ নামে আরও একটি সিনেমার শ্যুটিং শুরু করেছে শুভশ্রী। পরিচালক রাজ চক্রবর্তীর এই সিনেমায় শুভশ্রীর পাশাপাশি রয়েচেন পার্ণো মিত্রও।

সম্পর্কিত খবর