ছোট্ট মাথায় বুদ্ধি কত! এক বছর বয়সেই ইংরেজি বুঝতে শিখে গিয়েছে রাজ-পুত্র ইউভান, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ‘অ্যাডভান্স বেবি’ ইউভান (yuvaan)। ছোট্ট বয়সে পাওয়া এই তকমা যে তার জন‍্য একেবারে উপযুক্ত তা বারে বারে প্রমাণ করে দেয় শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীর ছোট্ট ছেলে ইউভান। বয়স তার মোটে এক বছর। করোনা আবহের মাঝে ২০২০ র সেপ্টেম্বরে জন্ম হয় ইউভানের। ২০২১ এই একে পা দিয়েছে সে। অথচ এখন থেকেই তার কাণ্ডকারখানায় নেটনাগরিকরা তো বটেই, অবাক হয়ে যান রাজ শুভশ্রীও।

কখনো বাবার সঙ্গে শরীরচর্চা করতে দেখা যায় ইউভানকে, আবার কখনো বড়দের মতো মায়ের পোষ‍্যকে নিয়ে নিজেদের আবাসনের লনে ঘুরতে বেরোয় খুদে। এখন থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ দেখবার মতো। তবে শুধুই খেলাধুলো না, পড়াশোনার দিকেও বেশ মনোযোগী ইউভান।

IMG 20220101 163457
এক বছর বয়সেই বেশ ইংরেজি বুঝতে শিখে গিয়েছে সে। ফল, পাখি চিনতে শিখেছে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছোটদের ছবির বই হাতে নিয়ে একমনে পাতা উলটাচ্ছে ইউভান। পাশ থেকে ক‍্যামেরা নিয়ে শুভশ্রী পরীক্ষা করছেন ছেলের বুদ্ধি। ইংরেজিতে ইউভানকে প্রশ্ন করছেন তিনি। পাপায়া অর্থাৎ পেঁপে, কিউয়ির মতো ফল, কাক, তারা সবই চিনে চিনে মাকে ছবি দেখাচ্ছে ছোট্ট ইউভান।

https://www.instagram.com/reel/CYI0gUJh-73/?utm_medium=copy_link

 

এই বয়সেই ছেলের বুদ্ধি দেখে গর্বিত শুভশ্রী। এক একটা উত্তরের পরে ইউভানকে আদর করে প্রশংসাও করছেন তিনি। তারকা পুত্রের ছবি, ভিডিও যাই শেয়ার কর হোক না কেন সোশ‍্যাল মিডিয়ায়, ভাইরাল হয় সবই। আরো ছোট বেলায় বাবার কোলে বসে গাড়ির স্টিয়ারিং ঘোরাতেও দেখা গিয়েছিল ইউভানকে। ছেলেকে তার শৈশবটা সম্পূর্ণ উপভোগ করতে দিচ্ছেন রাজ শুভশ্রী।

https://youtu.be/gvFr_SZ2cY4

সম্প্রতি বছরের শেষ দিনে ইউভানের ছোট্ট বেলা থেকে এখন পর্যন্ত বিভিন্ন মুহূর্তের কয়েকটি ছবি, ভিডিওর কোলাজ করে রিল ভিডিওর আকারে শেয়ার করেছিলেন শুভশ্রী। বড়দিনে গত বারের মতো এবারেও ছেলেকে স‍্যান্টাক্লজ সাজিয়েছিলেন অভিনেত্রী।

লাল জামা প‍্যান্ট, মোজা পরে উপহারের পাশে হাসিমুখে বসে রয়েছে ছোট্ট ইউভান। এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল ঢাকা স‍্যান্টা টুপিতে। মায়ের কোলে চেপে এক মনে ক্রিসমাস ট্রি সাজাতেও দেখা গিয়েছে ইউভানকে। ছেলেকে জড়িয়ে ধরে হাসিমুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে শুভশ্রী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার স‍্যান্টা ইউভান। সকলকে মেরি ক্রিসমাস।’

Niranjana Nag

সম্পর্কিত খবর