‘উলঙ্গ করে যৌনাঙ্গের ওপর…’! ধর্ষকদের জন্য ‘চরম শাস্তি’ বাছলেন শুভশ্রী, কী জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে ফুঁসে উঠেছে গোটা বাংলা। নির্যাতিতার ন্যায় বিচার এবং অপরাধীদের দাবিতে সুর চড়িয়েছেন প্রত্যেকে। সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। সবার মুখে একটাই দাবি, ফাঁসি হোক। তবে অন্য পথে হাঁটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)! ফাঁসি নয়, বরং ধর্ষকদের জন্য অন্য শাস্তি বেছে নিলেন তিনি।

ধর্ষকদের জন্য কী শাস্তি বাছলেন শুভশ্রী (Subhashree Ganguly)?

নিজে একজন নারী, এক মেয়ের মা। আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে শুরু থেকেই সরব টলিপাড়ার ‘পরিণীতা’। কখনও পথে নেমে প্রতিবাদ করেছেন, কখনও আবার সমাজমাধ্যমে সুর চড়িয়েছেন। এবার যেমন ধর্ষকদের জন্য কঠিন শাস্তি বেছে নিলেন নায়িকা। এমন নারকীয় ঘটনা বন্ধ করতে হলে শাস্তিটাও দৃষ্টান্তমূলক হতে হবে, শুভশ্রীর পোস্টে পরিষ্কার।

   

আরও পড়ুনঃ মুখ থুবড়ে পড়ল পর্ণা! বেঙ্গল টপার হল কে? TRP তালিকা দেখে চোখ কপালে দর্শকদের!

সম্প্রতি ধর্ষককে শাস্তি দেওয়া নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। তাঁর শেয়ার করা সেই পোস্টের দাবি, গারুদা পুরাণ অনুযায়ী ধর্ষককে সাজা দেওয়া উচিত। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় খাঁচার ভেতর বন্দি একজন পুরুষ। সম্পূর্ণ উলঙ্গ সেই ব্যক্তির যৌনাঙ্গের ওপর ছোট খাঁচায় করে ছেড়ে দেওয়া হয়েছে ইঁদুর। যা তার পুরুষাঙ্গ ক্ষতবিক্ষত করে দিচ্ছে।

Subhashree Ganguly rapist punishment post

সম্প্রতি আরজি কর কাণ্ডের প্রতিবাদে সমাজমাধ্যমে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেন শুভশ্রী (Subhashree Ganguly)। লিখেছিলেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই! থাকবো না আর নিয়মে বাঁধা, মানবো না কোনো রীতি। সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? ওরা তা’হলে করবে কী? নিয়মে এবার বাঁধবো ওদের যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের। অনেক হয়েছে নোংরামি, অনেক করেছো পাপ। তাও নেই কোনো অনুতাপ। তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা, আমরা না কি ‘পতিতা’! আমরা না কি ‘নষ্টা‘! দেখ তা’হলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপকেও ছাড়ে না পাপ!’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর