মায়ের মন মানে না, আইসোলেশনে থেকে ভিডিও কলেই ইউভানের সঙ্গে কথা বলছেন শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রথম ঢেউতে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী, দ্বিতীয় ঢেউতে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। এবার তৃতীয় ঢেউতে স্বামী স্ত্রী একসঙ্গে করোনার কবলে পড়েছেন। দ্বিতীয় ঢেউয়ের সময়ে শুভশ্রী যখন কোভিড পজিটিভ হন রাজ তখন ব‍্যারাকপুরে নির্বাচনী কাজে ব‍্যস্ত। যদিও কাজ সেরে কলকাতায় এসে ইউভানকে (yuvaan) সামলেছিলেন বাবা রাজ। কিন্তু এবারে তাঁরা দুজনেই আক্রান্ত।

একই ঘরে নিজেদের আইসোলেশনে রেখেছেন শুভশ্রী ও রাজ। অন‍্য একটি ঘরে ন‍্যানির সঙ্গে রয়েছে ইউভান। পরিচালকের মাও নিজেকে আলাদা করে রেখেছেন অন‍্য একটি ঘরে। ছেলের থেকে দূরে থাকতে মায়ের মন মানে না। একটু একটু করে কথা বলতে শিখছে ইউভান। আধো আধো গলায় মা মা বলে ডাকে রাজশ্রীর নয়ণের মণি। আদুরে ছেলেকে দূরে সরিয়ে রাখতে মায়ের মনে যে কী উথাল পাথাল চলে তা শুধু মা ই জানেন।


কোয়ারেন্টাইনে থেকে কীভাবে ইউভানের সঙ্গে দেখা করছেন শুভশ্রী, সেটাই একটি ভিডিওতে দেখিয়েছেন রাজ। আইসোলেশনে থাকায় ছেলের সঙ্গে মুখোমুখি দেখা হওয়ার উপায় নেই। তাই ফেস টাইমেই ইউভানের সঙ্গে কথা বলছেন মা শুভশ্রী। আদুরে গলায় ছেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। একরত্তিকে দু চোখ ভরে দেখে নিচ্ছেন তিনি। ভিডিওটি শেয়ার করতেই নেটিজেনরা রাজশ্রী জুটির দ্রুত সুস্থ হয়ে ওঠার জন‍্য প্রার্থনা করেছেন।

https://www.instagram.com/reel/CYaiL8WFcEB/?utm_medium=copy_link

করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে শুভশ্রী লেখেন, ‘আমি এবং রাজ দুজনেরই করোনা ধরা পড়েছে। আমরা নিজেদের আলাদা করে নিয়েছি। গত ৭২ ঘন্টায় যারা যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করান এবং নিজেদের আইসোলেশনে রাখুন। দয়া করে সতর্ক থাকুন এবং মাস্ক পরুন। আমরা ঠিক আছি, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসায় এই বিপদ থেকে উদ্ধার পাবোই।’

সম্পর্কিত খবর

X