মা-ছেলের বিচ্ছেদ, করোনা আক্রান্ত শুভশ্রীর থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হল ইউভানকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দ্রুত ছড়াচ্ছে করোনা (corona)। টলি টাউনে একের পর এক তারকার মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসছে। আজই জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন জিৎ। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানালেন শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। ইউভানকে (yuvaan) দূরে নিয়ে যাওয়া হয়েছে তাঁর থেকে।

সোশ‍্যিল মিডিয়ায় এই খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার ছেলে ইউভান সম্পূর্ণ সুস্থ রয়েছে তাঁর কেয়ারটেকারের কাছে। রাজ ব‍্যারাকপুরে রয়েছেন। আমি এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি ও পরিবিরকে সুরক্ষিত রাখার সব রকম চেষ্টা করছি। দয়া করে মাস্ক পরুন, স‍্যানিটাইজ করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস আবার ফিরে এসেছে। সবাই সাবধানে থাকুন।’


গত বছর লকডাউনের সময় শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী আক্রান্ত হয়েছিলেন করোনায়। সেই সময় অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে চিন্তায় পড়েছিলেন সকলে। তবে অভিনেত্রীকে তখন ছুঁতে পারেনি করোনা। সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্ত্রীর কাছে এসেছিলেন রাজ। তবে এবারে আর রক্ষা পেলেন না শুভশ্রী।

https://www.instagram.com/p/CN4Wuu0A2Md/?igshid=2ibw2os0ngyr

প্রসঙ্গত, আগামী ২২ এপ্রিল ব‍্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। এখান থেকেই তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন রাজ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। এর মাঝেই শুভশ্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর বেশ চিন্তায় ফেলেছে রাজকে।

অপরদিকে আজই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন সুপারস্টার জিৎ (jeet)। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসা মাত্র নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলেছেন তিনি। জিতের আক্রান্ত হওয়ার খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর লাখো অনুরাগীর।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছি আমি ও চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি পরীক্ষা করিয়ে নিতে ও নিজের খেয়াল রাখতে। সবার সঙ্গে শীঘ্রই দেখা হবে।’

সম্পর্কিত খবর

X