মেকআপের কী ছিরি! স্নান করতে করতেই বেরিয়ে এসেছেন নাকি! ‘বৌদি’ শুভশ্রীকে ধুয়ে দিল নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী হতে গেলে ট্রোল (Troll) সহ্য করার ক্ষমতা থাকতেই হবে। এ যেন এখন এক অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। নেটমাধ্যমে কিছু মানুষ ওত পেতে বসেই থাকেন বেছে বেছে টলিউডের অভিনেত্রীদের নিন্দা করার জন্য। পোশাক থেকে শুরু করে মেকআপ, অভিনয়, কথা বলার ধরণ সব কিছু নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাদের। আর এ বিষয়ে কার্যত পিএইচডি করে বসে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

শুভশ্রী আর ট্রোলের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর জুতোর মাপ থেকে শুরু করে পোশাকের ঝুল পর্যন্ত সবকিছু থাকে নিন্দুকদের আতশকাঁচের তলায়। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় ট্রোলিং। যতটা না প্রশংসা পান তার থেকে নিন্দা বেশি শোনেন অভিনেত্রী। কিন্তু সবসময়ই নেতিবাচকতাকে এড়িয়ে যান তিনি।

subhashree ganguly troll

সদ্য অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন শুভশ্রী। একটি কালো থাই হাই স্লিট অফ শোল্ডার গাউনে সেজেছিলেন তিনি। সঙ্গে মানানসই হাই হিলস এবং ট্রেন্ডি ওয়েট মেকআপ লুক। ‘বৌদি ক্যান্টিন’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন শুভশ্রী।

কিন্তু ট্রোল এদিনও তাঁর পিছু ছাড়েনি। শুভশ্রীর মেকআপ লুক নিয়ে শুরু হয়েছে কুরুচিকর ঠাট্টা, সমালোচনা। কারোর মতে, একগাদা সার্জারি করে মুখটা নষ্ট করে ফেলেছেন তিনি। কেউ কেউ আবার বয়স নিয়ে কটাক্ষ করেছেন। ‘বৌদি’ বলতেও ছাড়েননি। আবার কারোর বক্তব্য, দেখে মনে হচ্ছে মাঝপথে স্নান ছেড়ে বেরিয়ে এসেছেন শুভশ্রী।

subhashree ganguly

তবে ট্রোলারদের কখনোই বিশেষ পাত্তা দিতে রাজি নন শুভশ্রী। তাঁর ফোকাস নিজের কেরিয়ারে। অভিনয় দক্ষতা ঘষেমেজে আরো পরিণত করার চেষ্টায় রয়েছেন তিনি। সদ্য মুক্তি প্রাপ্ত ডেবিউ ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’এ শুভশ্রীর অভিনয় প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত খবর

X