মন থেকে দাসত্ব এখনো মুছে যায়নি, এত মায়া কীসের? রানির মৃত‍্যুতে শোকপ্রকাশ করে ট্রোলড শুভশ্রী

   

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে এক মর্মান্তিক শোক সংবাদ স্তব্ধ করে দেয় বিশ্ববাসীকে। প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth 2)। ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় অনেকেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ও (Subhashree Ganguly)। কিন্তু প্রয়াত রানিকে নিয়ে পোস্ট করেও ট্রোলড হলেন শুভশ্রী।

সোশ‍্যাল মিডিয়ায় রানি দ্বিতীয় এলিজাবেথের তরুণী সময়কার একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রয়াত রানির আত্মার শান্তি কামনা করেছেন তিনি। কিন্তঙ এমন পোস্টেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে শুভশ্রীকে। একজন লিখেছেন, মন থেকে দাসত্ব মোছেনি এখনো। আরেকজন লিখেছেন, ‘ও বাবা আপনাদের এত মায়া এনার জন‍্য? কি উপকার করেছেন আপনাদের উনি? কোহিনুর দিয়ে গেলে তাও বুঝতাম।’

queen elizabeth ii ftr

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখন ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা। ইংল্যান্ডের রাজ পরিবারের তরফে টুইট করে এই দুসংবাদ জানানো হয়। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।

রানির একটি সাদা কালো ছবি শেয়ার করে রাজ পরিবারের তরফে টুইট করা হয়, ‘এদিন বিকেলে বালমোরালে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি। রাজা এবং রানির কনসর্ট এদিন বালমোরালেই থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন’। ১৮৫২ সাল থেকে ৭০ বছর ধরে ব্রিটেন শাসন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। রানির প্রয়াণে শোকের পরিবেশ ব্রিটেনে।

https://www.instagram.com/p/CiQZpinBxJD/?igshid=YmMyMTA2M2Y=

অনেকদিন ধরেই শারীরিক অসু্স্থতায় ভুগছিলেন রানি। বৃহস্পতিবার অবস্থার অবনতি হয়। বুধবার রাজনৈতিক পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। কিন্তু পরিস্থিতি দেখে তা বাতিল করতে হয়। বয়সজনিত কারণেই অসু্স্থ হয়ে পড়েছিলেন তিনি। খবর পেয়ে এদিন কানাডা থেকে এসে পৌঁছেছিলেন নাতি প্রিন্স হ্যারি এবং স্ত্রী মেগান মার্কেল।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজ সিংহাসনে বসবেন ছেলে চার্লস। কুইন কনসর্ট হবেন ক্যামিলা ডাচেস অফ কর্নওয়াল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর