কাক হয়ে ময়ূর সাজার শখ!ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলে ট্রোলড শুভশ্রী

   

বাংলাহান্ট ডেস্ক: বছর, মাস যায় জলের মতো। দেখতে দেখতে দু বছর পূর্ণ করে ফেলল শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও রাজ চক্রবর্তীর চোখের মণি ইউভান (Yuvaan)। দু বছর আগে ১২ সেপ্টেম্বর মা হন শুভশ্রী। সন্তান জন্মের পরের দিনই হাসপাতাল থেকে মা আর সদ্যোজাতর ছবি শেয়ার করেছিলেন রাজ। তখন থেকেই সোশ্যাল মিডিয়ার খুদে স্টার ইউভান। দু দিন থেকে এই দু বছর পর্যন্ত এক রকম নেটনাগরিকদের চোখের সামনেই বড় হয়ে উঠেছে ইউভান।

ছেলের দ্বিতীয় জন্মদিন পালন করতে ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়েছেন রাজ শুভশ্রী। সুইজারল্যান্ড ঘুরছেন তাঁরা। সম্প্রতি বিমানবন্দরে শুভশ্রী ইউভানের একটি ভিডিও শেয়ার করা হয় অভিনেত্রীর একটি ফ্যান পেজে। ভিডিওতে ছেলের সঙ্গে ইংরেজিতে কথা বলতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। ইউভানকে তিনি জিজ্ঞাসা করেন, ‘হোয়্যার আর ইউ গোয়িং?’

Subhashree

https://www.instagram.com/reel/CiUlCTzpsr6/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু মায়ের কথার উত্তর না দিয়ে ইউভান নিজের মনে খেলতে ব্যস্ত। মা ছেলের এই ভিডিও অবশ্য ভাল ভাবে নেননি নেটিজেনরা। বরং এই ভিডিওটিকে ঢাল বানিয়েই শুভশ্রীকে ট্রোল করেছেন অনেকে। ইংরেজিতে কেন, ছেলের সঙ্গে বাংলায় কথা বলতে কী সমস্যা অভিনেত্রীর? একজন লিখেছেন, ছেলেকে বাংলা শেখান। কেউ প্রশ্ন করেছেন, বাংলায় থেকে মাতৃভাষায় কথা বলতে লজ্জা করে বলুন? আরেকজন কটাক্ষ শানিয়েছেন, কাক হয়ে ময়ূর সাজার শখ!

Subhashree

এর আগে জিম্বাবোয়েতেও একটি রেস্তোরাঁয় ইংরেজিতে কথা বলে ঠাট্টার পাত্রী হয়েছিলেন শুভশ্রী। তাঁর ইংরেজি নিয়ে কটাক্ষ করেছিলেন অনেকে। এমনকি দিন কয়েক আগে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর