ছেলের সামনে এমন পোশাক পরা উচিত নয়, বিকিনি পরে ইউভানের সঙ্গে নেচে সমালোচনার শিকার শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগে মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। কোলে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। একরত্তি ইউভানের ভক্ত এখন গোটা নেটদুনিয়া। কিন্তু তারই মা হয়ে ক্রমাগত ট্রোলের শিকার হয়ে চলেছেন শুভশ্রী। প্রথমে মা হওয়ার পর স্বাভাবিক ওজন বৃদ্ধি নিয়ে, আর এখন ইউভানের সামনে বিকিনি পরার জন‍্য সমালোচনার শিকার হলেন অভিনেত্রী।

কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন রাজ শুভশ্রী ইউভান। এক বছরের জন্মদিন কাটিয়ে দূর্গাপুজোর ঠিক আগে আগে তাঁরা পাড়ি জমিয়েছিলেন নীল জলের দেশে। পৌঁছে থেকেই একের পর এক ছবি, ভিডিও শেয়ার করছিলেন রাজ শুভশ্রী দুজনেই। ব‍্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে চুটিয়ে উপভোগ করেছেন সকলেই।


ফিরে এসেও মালদ্বীপকে ভুলতে পারেননি কেউ। তাই ফের একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে রিসর্টের ঘরে ইউভানকে কোলে নিয়ে নাচতে দেখা গিয়েছে শুভশ্রীকে। বিকিনির উপরে একটি সাদা শ্রাগ পরে ইংরেজি গানের তালে নাচছেন অভিনেত্রী। মায়ের কোলে চড়ে বেশ উপভোগ করছে রাজ-পুত্রও। ঘরের সামনে খোলা ব‍্যাকলকনি দিয়ে দেখা যাচ্ছে সুইমিং পুল, তার ওপারে নীল সমুদ্র।

https://www.instagram.com/reel/CVW4Ke1pNOc/?utm_medium=copy_link

কমেন্ট বক্সে শুভশ্রীর নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। যেমন মিষ্টি মা তাঁর তেমন মিষ্টি ছেলে, এমনি মন্তব‍্য নেটনাগরিকদের। কিন্তু এখানেও কিছু ব‍্যতিক্রমী মন্তব‍্য নজরে এসেছে। মুষ্টিমেয় কিছুজনের বক্তব‍্য, ছেলের সামনে বিকিনি পরা উচিত হয়নি শুভশ্রী। একজন লিখেছেন, শুভশ্রীর থেকে এটা আশা করেননি তিনি। তবে অনেকেই অভিনেত্রীর সমর্থনে এসেছেন।


ইউভানকে খুব ভাল ভাবেই মানুষ করছেন রাজ শুভশ্রী। তাছাড়া তাঁরা মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন বলেই বিকিনি পরেছেন অভিনেত্রী, ট্রোলারদের সপাটে জবাব দিয়েছে শুভশ্রীর অনুরাগীরা। এমনকি যারা সমালোচনা করছেন তাদের মানসিকতা পরিবর্তন করারও পরামর্শ দিয়েছে নেটনাগরিক‍রা।


অপরদিকে শুভশ্রীও একটি ভিডিও শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। কখনো তাঁকে দেখা গিয়েছে মালদ্বীপের সমুদ্র সৈকতে বসে বালি নিয়ে খেলতে, আবার কখনো রাজের সঙ্গে হাতে হাত ধরে সমুদ্রের নীল জলে হাঁটতেও দেখা গিয়েছে। রাজ শুভশ্রীর রোম‍্যান্টিক মুহূর্তের ভিডিওটিও বেশ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

সম্পর্কিত খবর

X