অত লম্বা ঠ‍্যাং নিয়ে ওইটুকু প‍্যান্ট! বিদেশের রাস্তায় হটপ‍্যান্ট পরে পোজ দেওয়ায় কুৎসিত আক্রমণ শুভশ্রীকে

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় থাকা মানেই সারা দিন জুড়ে ব‍্যস্ততা। টলিপাড়ার হেভিওয়েট জুটিদের মধ‍্যে অন‍্যতম রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly)। সিনেপাড়ার বিভিন্ন কর্মকাণ্ড, পরিচালনা, অভিনয়ের কাজ তো রয়েছেই। উপরন্তু এখন রাজ বিধায়কও হয়ে গিয়েছেন। বেড়েছে দায়িত্ব। তাই সময় পেলেই স্ত্রী পুত্র নিয়ে বেরিয়ে পড়েন ছোটখাট ট‍্যুরে।

এখন যেমন ‘রাজশ্রী’ জুটি ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মাটিতে। রথযাত্রার দিনই আমেরিকা পাড়ি দিয়েছিলেন তাঁরা। সঙ্গে অবশ‍্যই পুঁচকে ইউভান। কোথাও ঘুরতে গেলে অনুরাগীদের জন‍্য ছবি শেয়ার করতে ভোলেন না রাজ শুভশ্রী। এবারেও টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন দুজনে।

Raj Subhashree 1w
কলকাতা ছাড়ার সময়ে বিমানবন্দরের ভেতরে ইউভানের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। ঘুরতে যাওয়ার আনন্দে মশগুল খুদে। একা একাই ট্রলি টেনে হেঁটে যাচ্ছে, আবার কখনো এক লাফে গিয়ে উঠছে গাড়িতে। প্লেনের ভেতরে ছেলেকে পাশে বসিয়ে শুভশ্রীর সেলফি তোলার মুহূর্তটাও ক‍্যামেরাবন্দি করতে ভোলেননি রাজ।

আমেরিকায় পৌঁছে ইস্তক। ছবি শেয়ার করার ভার নিয়েছেন অভিনেত্রী। বিদেশের ছবির মতো সুন্দর রাস্তায় বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে সেজেগুজে পোজ দিয়েছেন নায়িকা। কখনো মায়ের কোলে গিয়ে উঠেছে ইউভান। নীল ডেনিম হট প‍্যান্টের সঙ্গে হালকা গোলাপি ক্রপ টপ পরেছেন শুভশ্রী। তার উপরে চাপিয়েছেন একই রঙের একটি পাতলা শার্ট। পায়ে সাদা স্নিকার্স আর চোখে মানানসই কালো সানগ্লাস পরে এদিনের সাজ সম্পূর্ণ করেছেন শুভশ্রী।

https://www.instagram.com/p/CflWOqDOZZc/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু তাঁর এই ফ‍্যাশন নেটিজেনদের একাংশের খুব একটা মনে ধরেনি। একজন লিখেছেন, ‘এত লম্বা ঠ‍্যাং নিয়ে প‍্যান্টি টাইপ হট প‍্যান্ট না পরে হাঁটুর কাছাকাছি পরলে বেশি ভাল লাগত মনে হয়। বাকিদেরকে আপনার থেকে বেশি ভাল লাগছে।’

PicsArt 07 05 04.47.02 scaled
কেউ আবার লিখেছেন, শুভশ্রীকে এমন পোশাকে ভাল লাগে না। ‘ভদ্র’ পোশাক পরা উচিত। এমনকি রাজও রেহাই পাননি ট্রোল থেকে। নকল করতে করতে রাজ নাকি ‘কার্টুন’ হয়ে গিয়েছেন। যদিও এসব নেতিবাচকতা গা সওয়া হয়ে গিয়েছে রাজ শুভশ্রীর। নিন্দা, সমালোচনাকে আর পাত্তা দেন না তাঁরা। বরং এই কয়েকদিনের ছুটিটা চুটিয়ে উপভোগ করতে ব‍্যস্ত তিনজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর