রাজের প্রথম ফাদার্স ডে, বাবা ও শ্বশুরমশাইয়ের জন‍্যও বিশেষ উপহার শুভশ্রী-ইউভানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আজ ফাদার্স ডে (father’s day), বাবাদের জন‍্য বিশেষ এই দিন। গত বছর সেপ্টেম্বরেই শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) কোল আলো করে এসেছে আদরের ছেলে ইউভান (yuvaan)। বাবা হয়েছেন রাজ চক্রবর্তী (raj chakraborty)। এই দিন তাই রাজের জন‍্যও স্পেশ‍্যাল বটে। ফাদার্স ডে তে বাবাকে শ্রদ্ধা জানিয়ে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন শুভশ্রী।

নিজের বাবা ও ছেলে ইউভানের সঙ্গে দুটি মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। একটি ছবিতে দেখা যাচ্ছে দাদুর কোলে উঠেছে ইউভান। মুখে মিষ্টি হাসি। অন‍্য ছবিতে রাজের প্রয়াত বাবা অর্থাৎ নিজের শ্বশুরমশাইকে জড়িয়ে ধরার একটি পুরনো ছবি শেয়ার করেছেন শুভশ্রী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘বাবা! আমাদের জীবনের সুপারহিরো’।


সেই সঙ্গে রাজ ও ইউভানের জন‍্য স্পেশ‍্যাল একটি মিষ্টি রিল ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। ইউভানের জন্মের প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও কোলাজ করে রিল ভিডিওটি তৈরি করেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সেরা বাবা। ইউভান ও আমরা তোমাকে খুব ভালবাসি। তুমি আমাদের সুপারহিরো।’

https://www.instagram.com/p/CQVMRUFgn7N/?utm_medium=copy_link

গত বছরের  আগস্টে ইউভানের জন্মের আগেই প্রয়াত হন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। তার কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ। তবে রাজের বাবার করোনা রিপোর্ট নেগেটিভই এসেছিল। শুভশ্রী যে ছবিটি শেয়ার করেছেন সেটি সম্ভবত তাঁর বিয়ের পরপরই তোলা। পোস্টে হ‍্যাশট‍্যাগ দিয়ে হ‍্যাপি ফাদার্স ডে লিখেছেন অভিনেত্রী।

কিছুদিন নয় মাস পূর্ণ হয়েছে ইউভানের। এটাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি বলে মনে করেন রাজ। আনন্দের এই মুহূর্ত তাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে ছেলেকে কাঁধে বসিয়ে নাচাচ্ছেন তিনি। বাবার কাঁধে চেপে খুব খুশি ইউভান। নাচতে নাচতে বাবা বাবা বলে ডাকতেও শোনা গিয়েছে সে। এদিকে ছেলের নাচের চোটে হিমশিম অবস্থা রাজের। কিন্তু ইউভানের মুখে বাবা ডাক শুনে স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

https://www.instagram.com/reel/CQVpRCMgkek/?utm_medium=copy_link

ক‍্যাপশনে রাজ লিখেছেন, ‘আমার ছেলে আমাকে ‘বাবা’ ডাকতে শিখেছে। আর প্রতিবার আমি ওকে এটা বলতে শুনলে অভিভূত হয়ে যাই। পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি এটা।’ নেটিজেনরা কমেন্ট বক্সে আদরে ভালবাসায় ভরিয়ে দিয়েছে ছোট্ট ইউভানকে। হার্ট ইমোজি কমেন্ট করেছেন অভিনেত্রী সায়ন্তিকা ব‍্যানার্জি ও অভিনেতা সায়ক চক্রবর্তী।

সম্পর্কিত খবর

X