প্রথমবার রাখি পরে আনন্দ আর ধরছে না, ছেলে ইউভানের মিষ্টি ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক বছরের জন্মদিন আসতে আর বেশি দেরি নেই। তার আগেই দাদা দিদিদের সঙ্গে প্রথম বার রাখি উদযাপন করল রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) পুত্র ইউভান (yuvaan)। রবিবার সপরিবারে রাজের বাড়িতে পালন হয়েছে রাখি। এগারো মাস বয়সের ইউভানের এটাই প্রথম রাখি। তাই সেলিব্রেশন তো বনতা হ‍্যায়!

তুতো দাদা দিদিদের থেকে প্রথম বার রাখি পরে ইউভানের আনন্দ ধরছে না। এদিন নীল পাঞ্জাবি ও সাদা পাজামায় সেজেছিল ইউভান। শুধু যে সে রাখি পরেছে তা না, দিদিদের উপহারও দিয়েছে দু হাত ভরে। একা ইউভান না, শুভশ্রীও এদিন রাখি পরিয়েছেন নিজের ভাইদের। দিদির থেকে রাখি পরেছেন রাজ।


সপরিবারে সেলিব্রেশনের বেশ কয়েকটি ছবি ইতিমধ‍্যেই অনুরাগীদের জন‍্য শেয়ার করেছিলেন শুভশ্রী ও রাজ। ভাই বোনেদের সঙ্গে হাসিমুখে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন সবাই। কাজের ব‍্যস্ততা ভুলে ভাই বোনেদের জন‍্যই এই বিশেষ দিনটা তুলে রেখেছিলেন সকলে। এবার ছেলের প্রথম রাখি সেলিব্রেশনেরও একটি বিশেষ রিল ভিডিও শেয়ার করলেন শুভশ্রী।


মিষ্টি ইউভানকে দেখে পোস্টের কমেন্ট বক্সে ভালবাসা উপচে পড়েছে নেটিজেনদের। কমেন্ট করেছেন গায়িকা আকৃতি কক্কর। তিনি লিখেছেন, ইউভানকে দেখে মনে হচ্ছে খুব আনন্দ পেয়েছে সে। মিষ্টি, কিউট মন্তব‍্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। স্পষ্টই বোঝা যাচ্ছে মা বাবার জনপ্রিয়তাতেও ভাগ বসাতে চলেছে মিষ্টি ইউভান।


এই কম বয়সেই বেশ বড়দের মতো কাজ করতে শিখে গিয়েছে ইউভান। বাবার প্রথম বাইক, গাড়িতে চেপে পোজ দেওয়া হয়ে গিয়েছে তাঁর। মা শুভশ্রীর সঙ্গে প্রথম ফটোশুটও করে ফেলেছে সে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি সাদা কালো ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানে মায়ের সঙ্গে ইউভানকেও পোজ দিতে দেখা গিয়েছিল।

https://www.instagram.com/reel/CS8rh2zJO2T/?utm_medium=copy_link

আবার সম্প্রতি গিটার শেখার দিকে মনোযোগ দিয়েছে ‘অ্যডভান্স বেবি’ ইউভান। আর তাকে গিটার বাজাতে শেখানোর দায়িত্ব নিয়েছেন মামা জিৎ গাঙ্গুলী (jeet ganguli)। একটি ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে জিতের পাশে বসে গিটারের তারে আঙুল ছোঁয়াচ্ছে ইউভান। খুদের আগ্রহ দেখে আপ্লুত জিৎ। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি ইউভানকে। ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্পর্কিত খবর

X