ভ‍্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, সুইমসুটে মালদ্বীপের জলে শরীর ভেজালেন ইউভানের হট মাম্মা

   

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে ভ‍্যাকেশন মোড অন! দুদিন আগেই ছেলে ইউভানকে নিয়ে শহর ছেড়েছেন রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। হালের সবথেকে ট্রেন্ডিং জায়গা মালদ্বীপের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। বুধবারই তাঁরা পৌঁছে গিয়েছিলেন গন্তব‍্যে তা দুজনের ইনস্টাগ্রামের স্টোরি দেখেই মালুম হয়েছে। অপেক্ষা ছিল ছবির।

অবশেষে শুভশ্রী শেয়ার করলেন বহু প্রতীক্ষিত ছবি। কালো সুইমসুটে সুইমিং পুলের জলে ডুবে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। ভেজা চুলে রিসর্টের বাইরের নীল জলের দিকে তাকিয়ে শুভশ্রী। এই ছবি দিয়েই শুভ সকাল জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে স্বামী রাজের সঙ্গে আরো একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি।

Screenshot 2021 09 30 11 58 22 926 com.instagram.androidScreenshot 2021 09 30 12 06 12 172 com.instagram.android
এখানে তাঁর পরনে হালকা বেগুনি, কমলা সাদার মিশেলে বিকিনি। রাজের পাশে শুয়ে আসলে সেলফি তুলেছেন অভিনেত্রী। কম যান না রাজও। বিলাসবহুল রিসর্টে বসে বাইরের তাক লাগানো দৃশ‍্য শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। আবার কখনো স্পিড বোটের উপরেও পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/CUbhHL0oHBl/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CUb457aguhb/?utm_medium=copy_link

এক বছর পূর্ণ হওয়ার আগেই রাজ শুভশ্রীর সঙ্গে জগন্নাথ দর্শন করতে পুরী পাড়ি দিয়েছিল ছোট্ট ইউভান। বিমানবন্দর থেকে একগুচ্ছ ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন শুভশ্রী। সেবারে প্রথম বার ঘুরতে গিয়েছিল ইউভান। প্রথম বার বিমানেও চড়েছিল সে। সফরের শুরুর থেকেই টুকটাক আপডেট দিচ্ছিলেন অভিনেত্রী। পুরীতে পৌঁছে সেই দায়িত্ব নিয়েছেন রাজ। ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।

https://www.instagram.com/p/CUbf5DMoZZA/?utm_medium=copy_link

সেখানে মা ছেলেকে দেখা গিয়েছিল পুরীর সমুদ্রসৈকতে হাঁটতে। ছোট্ট ইউভানকে হাত ধরে বালির উপর দিয়ে হাঁটাচ্ছেন শুভশ্রী। মুহূর্তটি ক‍্যামেরাবন্দি করে রাজ লেখেন, ‘মায়ের হাত ধরে, তাঁর পদচিহ্ন অনুসরণ করে বাইরের জগৎটা উপভোগ করতে তৈরি ইউভান’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর