বাংলাহান্ট ডেস্ক: সময় কারোর জন্য থেমে থাকে না। তাই শোক কাটিয়ে উঠে আবারো ব্যস্ত টলিউড। বৃহস্পতিবার আচমকা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুতে যেন থমকে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। অভিনেতার চলে যাওয়ার খবরে ভেঙে পড়েছিলেন অনেকেই। বৃহস্পতিবারই শেষকৃত্য হয়ে গিয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের। কিন্তু ইন্ডাস্ট্রির উপরে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)।
বৃহস্পতিবার সকালে এসে পৌঁছায় অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর। হতভম্ব হয়ে অনেকেই ছুটেছিলেন তাঁকে শেষ দেখা দেখতে। আবার অনেকে আসতেও পারেননি। কারণ এদিন কোনো ছুটি ঘোষনা করা হয়নি। এমনকি অর্ধ দিবসও ছুটি ছিল না। তাই শুট থাকায় অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেননি।
শুভাশিস মুখোপাধ্যায় নিজেও বেশিক্ষণ থাকতে পারেননি। শুটিং থাকায় চলে যেতে হয়েছে। এরপরেই অভিনেতার ক্ষোভ, প্রসসেনজিৎ, অভিষেক, তাপস এঁরা সকলেই নামী অভিনেতা। বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এদিন অন্তত অভিষেকের সম্মানে একটা দিনের কাজ ইন্ডাস্ট্রিতে বন্ধ রাখা উচিত ছিল বলে মত শুভাশিস মুখোপাধ্যায়ের।
অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে তো আর আজকের সম্পর্ক নয় তাঁর। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত পরিসরে এসেছে সম্পর্ক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা। জানান, অভিমানী ছিলেন ‘মিঠু’। কিন্তু খুবই সহজ সরল মানুষ ছিলেন।
খেতে আর খাওয়াতে ভালবাসতেন অভিষেক চট্টোপাধ্যায়। শুভাশিস মুখোপাধ্যায় জানান, তাঁর বিয়ের তারিখ ও অভিষেকের মেয়ের জন্মদিন একই দিনে। তাই নিমন্ত্রণ করলেই মশকরা করতেন বন্ধুর সঙ্গে। সেইসব ভাল ভাল স্মৃতিগুলোই সঙ্গে রেখে দিতে চান বলে জানান শুভাশিস মুখোপাধ্যায়।