বাংলাহান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রি নাকি কাউকে যোগ্য সম্মান দিতে জানে না। এমন অভিযোগ বহুবার উঠেছে, তুলেছেন বহুদিনের সদস্যরাই। ফের একই রকম সুর শোনা গেল প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) কণ্ঠে। বাংলা চলচ্চিত্র জগতের ‘মার্কামারা’ ভিলেনকে এখন আর দেখাই যায় না পর্দায়। ‘বিপ্লবদা’র জন্য এবার সর্ব সম্মুখেই কাজ চাইলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)।
আশির দশকে বাংলা ছবিতে খলনায়ক বলতে একজনের নামই সবার আগে মনে আসত দর্শকদের, বিপ্লব চট্টোপাধ্যায়। তাঁর অনবদ্য অভিনয় গুণে অনেকে রিল আর রিয়েলও গুলিয়ে ফেলতেন। বছর কয়েক আগে ‘অসুর’ ছবিতেও দেখা মিলেছিল প্রবীণ অভিনেতার। কিন্তু তাঁর চিরাচরিত ভিলেন রূপ বহুবছর হয়ে গেল দেখতে পান না দর্শকরা।
বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু কাজ করতে চান। বয়স বেড়ে চলেছে দিনের পর দিন। কিন্তু অভিনয় দক্ষতায় মরচে পড়েনি এতটুকূও। একাধিক বার তিনি আক্ষেপ করেছেন, এখন আর খলনায়কের চরিত্রে সুযোগ দেওয়া হয় না তাঁকে। সম্প্রতি আত্মজীবনী প্রকাশিত হয়েছে অভিনেতার। বইয়ের নাম ‘আমি বিপ্লব’।
বই প্রকাশ অনুষ্ঠানে এসে আবারো আক্ষেপ করতে শোনা গেল বিপ্লব চট্টোপাধ্যায়কে। তিনি কাজ করতে চান, যতক্ষণ হাত পা চলছে ততক্ষণ। কিন্তু তাঁকে আর কেউ ডাকেই না। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক প্রবীণ অভিনেতা তথা বিপ্লব চট্টোপাধ্যায়ের ভাল বন্ধু শুভাশিস মুখোপাধ্যায়।
বন্ধুর হয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকেও। অভিনেতা আর্জি জানিয়ে বলেন, বিপ্লবদা কেন কাজ পাচ্ছেন না সেটা তিনি জানেন না। তবে তিনি সমস্ত পরিচালকদের উদ্দেশে বলতে চান, বিপ্লবদাকে যেন কাজ দেওয়া হয়।