একরত্তি ‘পরিনীতা’, অভিনয় দেখে অবাক খোদ শুভশ্রী!

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয়। কখনও নাচ, গান, কখনও বা পশু পাখির ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বহু মানুষের সুপ্ত প্রতিভাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিভার যোগ্য সম্মানও পেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার দৌলতেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। রানাঘাটের রেলস্টেশন থেকে এখন তিনি মুম্বইয়ের বাসিন্দা।

তবে এবার কোনও বড়সড় মানুষ নয়, বরং একেবারে একরত্তি এক খুদের ভিডিও ভাইরাল হয়েছে নেটজগতে। তবে খুদে বলে অবহেলা করবেন না। অভিনয়ে সে টেক্কা দিতে পারে খোদ শুভশ্রীকে! হ্যাঁ ঠিকই পড়েছেন। বয়স বড়জোড় ৬-৭ মাস। এখনও মুখে দাঁতও ওঠেনি। কিন্তু তাতে কিই বা যায় আসে? নানান অভিব্যক্তিতেই সে মাত করছে নেটদুনিয়া।

https://www.instagram.com/p/B8RJ-VRl9nH/

শুভশ্রী গাঙ্গুলী অভিনীত পরিনীতা ছবির যদি তুমি চাও গানে বিছানায় শুয়ে শুয়েই অভিনয় করছে একরত্তি। তার মুখের অভিব্যক্তি দেখে অবাক হয়ে যাবেন তাবড় অভিনেতা অভিনেত্রীরা। কখনও খিলখিলিয়ে হাসি, কখনও লাজুক মুখ আবার কখনও এবাক চোখে চেয়ে রয়েছে সে। ভিডিও দেখে খোদ শুভশ্রীও স্বীকার করেছেন, এই খুদে তাঁর থেকেও বড় মাপের অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন তিনি। আর কি চাই?

677888

একরত্তির এই কাণ্ড এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও হেসে কুটোপাটি হচ্ছেন খুদের কাণ্ড দেখে। ইতিমধ্যেই ৭ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর