পার্থকে ‘জুতো ছোড়া’ শুভ্রার নাম ইতিহাসে লেখা হোক! মমতার কাছে দাবি অনুপম হাজরার

বাংলাহান্ট ডেস্ক : জোকা ইএসআই হাসপাতালে পার্থকে ‘জুতো মারা’ শুভ্রা ঘোড়ুই-এর নাম ইতিহাসে লেখা হোক, মমতার কাছে দাবি অনুপম হাজরার লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন তিনি। আর সেই জুতো মারার পর থেকে রাতারাতি আলোচনার কেন্দ্রে শুভ্রা ঘোড়ুই। দক্ষিণ ২৪ পরগনার এই গৃহবধূকে এবার ইতিহাস বইয়ে স্থান দেওয়ার দাবিতে তুললেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ার এমনই দাবি জানান তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার দাবিতে দিনকয়েক আগেই সরব হন অনুপম। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন সোশ্যাল মিডিয়ায় অনুপম লেখেন, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মন্ত্রীকে জুতো ছুঁড়ে মারা শুভ্রা ঘোড়ুইয়ের নামও ইতিহাসের পাতায় স্থান পাক।

মঙ্গলবার জোকার (Joka) ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বেরিয়ে গাড়িতে ওঠার পরই আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের দিকে উড়ে আসে একপাটি জুতো। হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসা শুভ্রা ঘোড়ুই মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন। তিনি বলেন,”যখন টিভিতে দেখেছিলাম, এত এত টাকা উদ্ধার হচ্ছে, ওরা অ্যারেস্ট হয়েছে, তখন খুব রাগ হয়েছিল। এত লোকের টাকা মেরে, চাকরি মেরে ওরা এত ফ্ল্যাট, বাড়ি করেছে! মনে মনে ভেবেছিলাম, ওই লোকটাকে হাতের কাছে পেলে জুতোপেটা করব। আজ এই খবরটা শুনেই আর সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’ শুভ্রাদেবী আরও বলেন, ‘আমার রাগ ছিল। শুধু আমার নয়, গোটা বাংলার মানুষের ক্ষোভ রয়েছে। জুতো মেরে শান্তি পেয়েছি। তবে জুতোটা টাকে লাগলে বেশ ভাল হতো। আপনারাই বলুন, ওকে কি মালা দিয়ে বরণ করলে ভাল লাগত?’

তারপর থেকেই সংবাদের শিরোনামে শুভ্রা। তবে গৃহবধূর এই পদক্ষেপকে মোটেও ভাল চোখে দেখছে না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যা প্রয়োজনীয় ব্যবস্থা তা আইন নেবে। কিন্তু এটা কোনও মধ্যযুগের শাসন বা মধ্যযুগীয় সমাজ নয়। কারও ক্ষোভ হল আর একটা ঘটনা ঘটিয়ে দিল, সেটা কখনই কাম্য নয়। এটা কোনও ভাবেই সমর্থন করা যায় না।’

ad

Sudipto

সম্পর্কিত খবর