সেরার সেরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন! উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু, দ্বিতীয় স্থানে দুজন

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) ফল। আজ বেলা বারোটার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ফল প্রকাশ করা হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিদ্যাসাগর ভবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ (Result Out) করেন। একই সাথে প্রকাশ করেন মেধা তালিকা।

এই বছর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। শুভ্রাংশুর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২%। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান দখল করেছেন দুজন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৪।

এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিন জন পরীক্ষার্থী তৃতীয় স্থান দখল করেছেন। এনারা হলেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। এদের প্রাপ্ত নম্বর ৪৯৪। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা স্থান পেয়েছেন ৮৭ জন। মেধা তালিকায় সব থেকে বেশি হুগলির পরীক্ষার্থীরা রয়েছেন।

৮৭ জনের মধ্যে ১৮ জন পরীক্ষার্থী হুগলি থেকে রয়েছেন। পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৫% পরীক্ষার্থী পাশ করেছেন এই জেলা থেকে। এই বছর ছাত্রদের পাশের হার ৯১.৮৬% ও ছাত্রীদের পাশের হার ৮৭.২৬%। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। এদের মধ্যে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

madhyamik 759

বেলা ১২ টা ৩০ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল দেখা যাচ্ছে অনলাইনে। সংসদের http://wbresults.nic.in/ এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর