বাংলা হান্ট ডেস্কঃ গ্রুপ ডি-তে (Group-D) চাকরির ক্ষেত্রে বেনিয়ম হয়েছে এমন অভিযোগ বহুদিন থেকে উঠে আসছে। এদিন অন্যায়ভাবে পাওয়া ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। শুধু তাই নয় এই মামলায় এবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) সাজা শোনালেন হাইকোর্টের বিচারপতি।
গ্রুপ ডি-র মামলায় এবার সুবীরেশ ভট্টাচার্যের নাম যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। পাশাপাশি তাঁর নির্দেশ, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিজের ‘ডক্টরেট’ (Doctorate) উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ। বিচারপতি বলেন, যতদিন পর্যন্ত না, এই মামলা থেকে সুবীরেশ নিষ্পত্তি পাচ্ছেন ততদিন কোনও কাজে তাঁর মাস্টার ও পিএইচডি ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল আদালত।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এসএসসির আইনজীবী আদালতে বেআইনিভাবে নিয়োগের বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, মোট ১,৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে ‘অন্যায়’ মাফিক নিয়োগ করা হয়েছিল। বিচারপতি তখন তার কাছে জানতে চান, সে সময় এসএসসি-র চেয়ারম্যান কে ছিলেন। এসএসসি-র আইনজীবী উত্তরে বলেন, সুবীরেশ ভট্টাচার্য। এর পরেই কড়া নির্দেশ দিলেন বিচারপতি।
প্রসঙ্গত, গতকালই আদালতে এসএসসির আইনজীবী জানান গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মোট ২,৮১৯ জনের উত্তরপত্রে কারচুপি করা হয়েছিল। এরপরেই কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, ‘‘আপনারাই যখন বলছেন ২,৮১৯ জনের ওএমআর শিটে কারচুপির বিষয়ে কোনও সন্দেহ নেই, তা হলে প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদেরই করতে হবে। প্রথমে আলাদা ভাবে এই প্রার্থীদের নাম কমিশনের সাইটে আবারও প্রকাশ করুন। তার পর তাঁদের নিয়োগ বাতিল করুন।’’
বিচারপতি এও বলেন, পারিবারিক নিরাপত্তার কারণে সুবীরেশ যদি আদালতের কাছে মুখ খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্থ হন বা যদি কোনও ভয় থাকে তবে তাঁর পাশে থাকবে আদাকট । কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁর পরিবারের নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।