সুশান্তের ময়না তদন্তের ঘরে ৪৫ মিনিট ছিলেন রিয়া! টুইটে অভিযোগ সুব্রহ্মণ‍্যম স্বামীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় শুরু হয়ে গিয়েছে সিবিআই তদন্ত। সিবিআই এর একটি দল ইতিমধ‍্যেই মুম্বই এসে পৌঁছেছে। রাজনৈতিক মহলেও এই মামলায় নানা জনের নানা মত শোনা গিয়েছে। বিজেপি নেতা তথা রাজ‍্যসভার সাংসদ সুব্রহ্মণ‍্যম স্বামী (subramanian swamy) ফের একবার রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) কাঠগড়ায় তুলেছেন।

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হয়েছে সুশান্তের ময়না তদন্ত চলাকালীন সেই ঘরে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত উপস্থিত ছিলেন রিয়া। একটি ভিডিওর সপক্ষে এমন দাবি করেছে ওই সংবাদ মাধ‍্যম। ১৫ জুনের ওই ভিডিওতে দুজন পুরুষ ও এক মহিলার সঙ্গে দেখা গিয়েছে রিয়াকে।


দাবি করা হচ্ছে, ওই দুজন পুরুষ হলেন রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের হাউস ম‍্যানেজার স‍্যামুয়েল মিরান্ডা। এরপরেই টুইটে রিয়াকে কটাক্ষ করেন সুব্রহ্মণ‍্যম স্বামী। তিনি লেখেন, ‘আর সি কুপার হাসপাতালে ময়না তদন্ত চলাকালীন ৪৫ মিনিট ছিলেন রিয়া। তিনি কি ময়না তদন্তের সময় ঘরের ভেতরে ছিলেন আর প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন? তাঁর নাম দেওয়া উচিত নরখাদক বা খলনায়িকা।’

অপরদিকে জানা গিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশের পরেই বৃহস্পতিবার সিবিআই এর তরফে ১৫ সদস‍্যের একটি টিম মুম্বই এসে পৌঁছয়। শুক্রবার থেকেই তাদের তদন্ত শুরু হয়ে গিয়েছে।

প্রথমেই সুশান্তের রাঁধুনি নীরজকে জেরা করে সিবিআই এর টিম‍। নীরজই প্রথমে জানিয়েছিল ১৪ জুন সকালে তাঁর কাছে জুস খেতে চান অভিনেতাৎ সেই জুস নিয়েই নিজের ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। মুম্বই ও বিহার পুলিসও জিজ্ঞাবাদ করেছে নীরজকে।

জানা গিয়েছে, যে গেস্ট হাউসে সিবিআই এর টিম রয়েছে সেখানেই জেরার জন‍্য ডেকে পাঠানো হয় নীরজকে। এছাড়া মুম্বই পুলিসের থেকেও এতদিনের যাবতীয় তদন্তের রিপোর্ট চেয়ে পাঠাবে সিবিআই। সেসব রিপোর্ট খতিয়ে দেখার জন‍্য ফরেন্সিকের দলও মজুত রয়েছে। সুশান্তের ফ্ল‍্যাটে গিয়েও তদন্ত চালাবে সিবিআই।

X