হোক সিবিআই তদন্ত, সুশান্তের মৃত‍্যুতে দাবি জানিয়ে আইনজীবী নিয়োগ করলেন সুব্রহ্মণ‍্যম স্বামী

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ।
অপরদিকে সোশ‍্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরা অভিনেতার মৃত‍্যুতে সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কয়েকজন তারকা এবং রাজনৈতিক ব‍্যক্তিত্বও তাদের এই দাবিতে সুর মিলিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ‍্যম স্বামী (subramanian swamy)। অভিনেতার মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি চেয়ে আইনজীবী নিযুক্ত করলেন তিনি।

images 63 2

একটি টুইটে ওই আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি নেতা লিখেছেন, ‘ইশকরণকে আমি অনুরোধ জানিয়েছি সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু নিয়ে সিবিআই তদন্ত চাইতে অথবা ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখার দাবিতে জনস্বার্থ মামলা করতে।’

তিনি আরও একটি টুইটে লিখেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর যাবতীয় কারন খতিয়ে দেখতে বলেছেন তিনি ওই আইনজীবীকে। এই মামলা সিবিআই তদন্তের উপযুক্ত কিনা তাও দেখতে বলেছেন। তারপরে তাঁর ন‍্যায়বিচার হবে।
সোশ‍্যাল মিডিয়াতে #CBIForSonOfBihar ট্রেন্ডিংয়ে রয়েছে। অভিনেতার ন‍্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে রয়েছে নেটিজেন।

সুশান্তের জন‍্য সিবিআই তদন্ত চেয়ে উদ‍্যোগ নেওয়ার জন‍্য নেটদুনিয়ায় প্রশংসা উপচে পড়ছে সুব্রহ্মণ‍্যম স্বামীর জন‍্য। তাঁর এই পদক্ষেপের জন‍্য ধন‍্যবাদ জানাচ্ছে মানুষ। এর আগে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারী এবং রূপা গাঙ্গুলীও সিবিআই তদন্তের দাবি জানান সুশান্তের মৃত‍্যুতে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই মামলায় ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্টে সাফ বলা হয়েছে, আত্মহত‍্যাই করেছেন সুশান্ত। গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার কারনেই মৃত‍্যু হয়েছে তাঁর। ভিসেরা রিপোর্টেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবুও এখনও অভিনেতার চেনা পরিচিত সকলকেই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিস।


Niranjana Nag

সম্পর্কিত খবর