সুপ্রিম কোর্টে সৌরভ ও জয় শাহর সমস্যা বাড়াতে চলেছেন বিজেপি সাংসদ সুব্রাক্ষ্মণ‍্যম স্বামী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোমবার অর্থাৎ ১৮ই জুলাই সুব্রাক্ষ্মণ‍্যম স্বামী সুপ্রিমকোর্টে একটি পিটিশন দায়ের করেন। পিটিশনটি বিসিসিআইয়ের সাম্প্রতিক পদক্ষেপ এর বিরোধিতা করছে। বিয়াইয়ের এখন লক্ষ্য ছিল যে সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহ তাদের মেয়াদের পরেও কাজ চালিয়ে যাক। কুলিং অফ পিরিয়ড আসার আগেই তারা তাদের মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে জানিয়ে আপত্তি স্বামীর।

আজ থেকে তিন বছর আগেই বিসিসিআই এই নিয়ে আবেদন শুরু করেছিল। কিন্তু করোনার কারণে মামলাটি পিছিয়েছে। সম্প্রতি মামলাটি দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিসিসিআই। আগামীকাল থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। তার আগে বিজেপি নেতা সুব্রাক্ষ্মণ‍্যম স্বামী এই সংশোধনী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিজস্ব কিছু যুক্তি উপস্থাপনের জন্য তিনি সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানিয়েছেন।

Subramanian Swamy Sourav Ganguly Jay Shah

প্রাক্তন বিজেপি সাংসদ মনে করেন যে সুপ্রিমকোর্ট অনুমোদিত বিসিসিআই সংক্রান্ত আইনের নিয়মে কোনও পরিবর্তন করা উচিত না। নিজের প্রায় ৩০ পৃষ্ঠার পিটিশনে তিনি দাবি করেছেন যে বিসিসিআই সংশোধনের জন্য যে আবেদন চেয়েছে তা ২০১৮ সালের ঐতিহাসিক রায় কে কলঙ্কিত করে। এটি নিয়ে আবেদন করার অর্থ হল সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে লঙ্ঘন করা।

সুপ্রিম কোর্টের নিয়ম বলছে যে বিসিসিআই বা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে টানা ছয় বছর ধরে পদাধিকারী থাকা সভাপতি, সচিব, কোষাধক্ষ্য, যুগ্মসচিব, সহ-সভাপতি এবং অন্যান্য আরো কয়েকটি পদ্ধতি থাকা ব্যক্তিদের মেয়াদের পরে তিন বছরের কুলিং অফ পিরিয়ড সম্পূর্ণ করতেই হবে। সৌরভ গাঙ্গুলী এবং জয় ২০১৯ সালের অক্টোবরে দায়িত্ব নেন, উভয়েরই মেয়াদ ছিল বছর। পথ চলতি বছরেই তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা যেটা আটকানোর চেষ্টা করছে বিসিসিআই।

Reetabrata Deb

সম্পর্কিত খবর