ভুল তথ‍্য দেখানো হয়েছে ‘রাম সেতু’তে, ক্ষতিপূরণের দাবিতে অক্ষয়ের বিরুদ্ধে মামলা করলেন সুব্রহ্মণ‍্যম স্বামী

বাংলাহান্ট ডেস্ক: আজ প্রশংসিত হলে কাল নিন্দার মুখে পড়েন অক্ষয় কুমার (Akshay Kumar)। অতি সম্প্রতি সবথেকে বেশি আয়কর দেওয়ার জন‍্য তাঁর নাম উঠে আসায় বাহবা পেয়েছিলেন অভিনেতা। দুদিন যেতে না যেতেই ফের সমস‍্যায় পড়লেন তিনি। তাও আবার আইনি সমস‍্যা। আসন্ন ছবি ‘রাম সেতু’তে তথ‍্যগুলি ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে অক্ষয় সহ ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও মামলা দায়ের করার হুমকি দিয়েছেন সুব্রহ্মণ‍্যম স্বামী (Subramanian Swamy)।

একটি টুইটে বিজেপি সাংসদ অভিযোগ করেছেন,রাম সেতু ছবিতে তথ‍্যগুলিকে ভুল ভাবে দেখানো হয়েছে। তাই ছবির অভিনেতা অক্ষয় এবং প্রযোজনা সংস্থা কর্ম মিডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী। অপর একটি টুইটে তিনি লিখেছেন, অক্ষয় কুমার যদি একজন বিদেশি নাগরিক হন তাহলে তাঁকে গ্রেফতার করে দেশ থেকে বের করে দেওয়া হোক বলেও দাবি জানিয়েছেন সুব্রহ্মণ‍্যম স্বামী।

Akshay Kumar Bald Padman
আসলে অক্ষয় কুমারের কাছে কানাডার নাগরিকত্ব রয়েছে। তা নিয়ে ব‍্যাপক ট্রোলও হন তিনি। সম্প্রতি কফি উইথ করনে এসেও বিষয়টা উত্থাপন করেন অক্ষয়। করন জোহর উল্লেখ করেন, তাঁকে ট্রোলাররা ‘কানাডা কুমার’ বলে কটাক্ষ করেন। উত্তরে নির্লিপ্ত ভাবে অভিনেতা বলেন, তাঁকে যে কেউ যা খুশি বলতেই পারে। তাতে তাঁর কিছুই যায় আসে না।

প্রসঙ্গত, রাম সেতু ছবিতে ছবিতে একজন পুরাতত্ত্ববিদের চরিত্রে দেখা যাবে খিলাড়ি কুমারকে। ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা। ছবির পরিচালনা করছেন অভিষেক শর্মা।

 

অক্ষয়ের শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে সাফল‍্য পেতে ব‍্যর্থ হয়েছিল। ক্ষতির দায় অভিনেতার ঘাড়েই চাপিয়েছিলেন অনেকে। কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি অক্ষয়। তিনি বরং আগামী রক্ষাবন্ধন, ক‍্যাপসুল গিল ছবিগুলির উপরে ফোকাস করছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর