পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিছুদিন আগে ১৪ ই আগস্ট বলেছিলেন যে আমি জানি যে মোদী সরকারের পরবর্তী লক্ষ্য POK (পাক অধিকৃত কাশ্মীর) হবে। ইমরান খান বলেছিলেন মোদী সরকার এটিকে বালাকোটের চেয়েও বড় অপারেশন করার পরিকল্পনা করেছে। ইমরান খানও এটা বলছিলেন, কারণ আরএসএস, বিজেপি এবং ভারতে সমস্ত ভারতীয় জাতীয়তাবাদী POK পুনরায় ভারতে একত্র করার স্বপ্ন সবসময়ই দেখে। এখন বিজেপির একজন প্রবীণ সংসদ সাংসদ এবং ফাস্ট ট্র্যাকার সুব্রহ্মণ্যম স্বামী পাকিস্তানের গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। আসলে, মোদী সরকারের সাথে যুক্ত ব্যক্তিরা পোকের বিষয়টি উচ্চস্বরে উত্থাপন করছে এবং পাকিস্তানে উদ্বেগ বাড়ছে।
এদিকে, সুব্রহ্মণ্যম স্বামী এমন পরিকল্পনার কথাও জানিয়েছিলেন যে পাকিস্তানের মিডিয়া কাঁপছে। জানিয়ে দি, জম্মু-কাশ্মীরের উপর কবজা করার জন্য জিন্নাহ সেনা প্রেরণ করেছিল। কিন্তু ভারতীয় সেনা কাশ্মীরের রক্ষা করেছিল। কিন্তু নেহেরু ভারতীয় সেনাকে আগে এগোতে দেয়নি। যার ফলে কাশ্মীরের একটা বড়ো অংশকে পাকিস্তান দখল করে নেয়। ওই এলাকাটি এখন POK নামে পরিচিত। সেই সময় থেকেই কাশ্মীর নিয়ে বির্তক চলে আসছে। নেহেরু আরো একটা বড়ো ভুল করেছিলেন তা হলো কাশ্মীর ইস্যুকে UN এর কাছে নিয়ে গিয়ে এটাকে আন্তর্জাতিক মামলায় পরিণত করেছিল।
To take back PoK we need first to withdraw the illegal Nehru petition to UNSC in 1947 Dec. The LoC then becomes illegal and thus Indian forces can cross over. Muzzafarabad is easy to take. So too Skardu
— Subramanian Swamy (@Swamy39) August 17, 2019
নেহেরু একটা পিটিশন UNSC তে জমা দিয়ে রেখেছেন। যা আজও সেখানে রয়েছে। দেশের অভ্যন্তরীণভাবে কাশ্মীর ইস্যুকে সমাধান করার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এখন দেশে একটা শক্তিশালী সরকার এসেছে। সরকার আপাতত জম্মু-কাশ্মীর থেকে 370 বিলুপ্ত করে বড়ো কাজ করেছে। এখন POK কে ভারতকে একত্রীকরণের পালা। যার জন্য সরকারের ঘনিষ্ঠ লোকজন বার্তা দিতে শুরু করেছেন। শুভ্রমনিয়াম স্বামী বলেছেন, ভারত সরকারের উচিত UNSC তে জমা দেওয়া নেহেরুর পিটিশন তুলে নেওয়া। এরফলে POK তে থাকা সীমা যেটা LOC নামে পরিচিত তা অবৈধ হয়ে যাবে। যারপর ভারতীয় সেনার হাতে খেলা ছেড়ে দিতে হবে। একটা মিলিটারি একশন করলেই POK ভারতের অধীনে চলে আসবে।