বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ্য। মুম্বই পুলিস নিজের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরদিকে সুশান্তের বাবার এফআইআরের পর বিহার পুলিসও শুরু করে দিয়েছে তদন্ত। অপরদিকে সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)।
এবার ফের অভিনেতার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। সুশান্তকে খুন করার পর তারপর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়নি তো? এমনই সন্দেহ প্রকাশ করেছেন তিনি। টুইটে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, ‘কুপার হাসপাতালের চিকিৎসকরা ফরেন্সিক থেকে সুশান্তের যে ভিসেরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন তা এখনও দেওয়া হয়নি কেন? তাহলে কি প্রথমে বিষ দেওয়ার পর সুশান্তকে ফাঁস দিয়ে ঝোলানো হয়?’
Why has the viscera report asked by Cooper Hospital doctors to Forensic not yet sent—on whether SSR was poisoned first before doing a sham hanging?
— Subramanian Swamy (@Swamy39) August 1, 2020
এছাড়া আরও একটি টুইটে সুব্রহ্মণ্যম প্রশ্ন তুলেছেন, ‘সুশান্ত সিং রাজপুত মামলায় মুম্বই পুলিস এফআইআর দায়ের করেনি কেন? ময়না তদন্তের রিপোর্টই চূড়ান্ত বলা হয়েছে কেন? দুটোর একটাই কারন: হাসপাতালের চিকিৎসকরা ফরেন্সিক থেকে সুশান্তের ভিসেরা রিপোর্ট পাওয়ার অপেক্ষা করছেন এটা জানার জন্য যে তাঁকে বিষ দেওয়া হয়েছিল কিনা। তাঁর নখের নমুনাও পাঠানো হয়েছে।’
Why Mumbai Police not filed a FIR on Sushant Singh Rajput? Why post-mortem report been titled provisional? Both for one reason : The Hospital doctors are awaiting SSR’s viscera report from Forensic Department to know whether he had been poisoned. His nails have also been sent
— Subramanian Swamy (@Swamy39) July 31, 2020
অপরদিকে সুশান্ত মামলা নিয়ে মুম্বই ও বিহার পুলিসের মধ্যে কার্যত বিবাদ সৃষ্টি হয়েছে। শনিবার বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের বাবার যদি বিহার পুলিসের উপর ভরসা না থাকে তাহলে উনি সিবিআই তদন্তের দাবি করতে পারেন।’ ডিজিপি বলেন, সুশান্তের বাবা বলেছেন তাঁর বিহার পুলিসের উপর ভরসা নেই। সিবিআই তদন্ত চান তাঁরা। ওদের আবেদনের পর সিদ্ধান্ত নেওয়া হবে।