বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় খুনের তত্ত্ব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে AIIMS এর বিশেষজ্ঞ চিকিৎসকের দল। তাদের মতে সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। অপরদিকে এই রিপোর্ট মানতে নারাজ প্রয়াত অভিনেতার পরিবার। আরো একবার ময়নাতদন্তের দাবি জানিয়েছে তারা। এরই মাঝে ফের এক বড় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)।
একটি টুইটের মাধ্যমে মুম্বই পুলিসের তদন্ত সম্পর্কে প্রশ্ন তুলেছেন স্বামী। তাঁর প্রশ্ন, মৃত্যুর দিন সকালে সুশান্ত যে গ্লাসে জুস খেয়েছিলেন তা সংরক্ষণ করে রাখা হয়নি কেন? টুইটে তিনি লেখেন, ‘সকালের অরেঞ্জ জুস। যে গ্লাসে সুশান্ত অরেঞ্জ জুস খেয়েছিলেন সেটা সংরক্ষণ করে রাখা হল না কেন? এই ধরনের মামলায় অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়। এবার বোঝা যাচ্ছে এক্ষেত্রে মুম্বই পুলিস কেন তা করেনি।’
সুশান্ত মামলার শুরু থেকেই একের পর এক বিষ্ফোরক মন্তব্য করে চলেছেন সুব্রহ্মণ্যম স্বামী। কিছুদিন আগেই তিনি বেশ কয়েকটি তথ্য প্রমাণ খাড়া করেছিলেন যা দিয়ে সুশান্তের মৃত্যুকে খুন বলে দাবি করছিলেন তিনি।
সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং তীব্র বিরোধিতা করেছেন AIIMS এর রিপোর্টের। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরে সুধীর গুপ্তা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।আইনজীবীর কথায়, “উনি আমাকে ফোন করে বললেন, আমি কোনো রকম সাহায্য আগ্রহী নই, আমি শুধু সত্যিটা জানতে চাই। তখন আমি তাঁকে সুশান্তের দিদি মীতুর তোলা সেদিনকার কিছু ছবি দেখাই।”
তিনি আরো বলেন, “ছবি দেখাতেই উনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে। এরপর আমরা এই বিষয়ে কিছুক্ষণ ফোনে কথা বলি। এখন আমার আফশোস হচ্ছে কেন আমি সেদিন কথোপকথন রেকর্ড করলাম না। আমি সাধারণত এমনটা করি না। কিন্তু এখন মনে হচ্ছে করা উচিত ছিল। তবে আমি নিশ্চিত আরো পরীক্ষা নিরীক্ষা করা হলে ওই চিকিৎসকের মিথ্যা ঠিক ধরা পড়বে।”