বাংলাহান্ট ডেস্ক: তুরস্ক (Turkey) থেকে ফিরলে ২ সপ্তাহ সরকারি হস্টেলে (government hostel) কোয়ারেন্টাইন করে রাখা হোক আমির খানকে (aamir khan), এমনই দাবিতে সোচ্চার হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)। করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে এমনটাই করা উচিত বলেও দাবি করেন সুব্রহ্মণ্যম স্বামী।
সম্প্রতি একটি টুইটে আমিরকে কটাক্ষ করে বিজেপি নেতা লেখেন, ‘করোনা পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী আমির খান দেশে ফিরলে তাঁকে সরকারি হস্টেলে দু সপ্তাহ কোয়ারেন্টাইন করে রাখা হোক।’ এই টুইটের পরেই ফের এক দফা আমিরকে নিয়ে ট্রোলের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
Under the COVID-19 Regulations, Aamir Khan has to be quarantined in a government hostel for two weeks upon return.
— Subramanian Swamy (@Swamy39) August 18, 2020
আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য এই মুহূর্তে তুরস্কে রয়েছেন অভিনেতা। শুটিং শেষ করে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এর্দোগানের সঙ্গে দেখা করেন তিনি। ইস্তানবুলে রাষ্ট্রপতি ভবন হুসেন ম্যানশনে আয়োজিত হয় এই সাক্ষাৎ পর্ব।
এমনকি আমিরের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথনের বিভিন্ন মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও শেয়ার করেন এমিনি। তিনি লেখেন, ‘ইস্তানবুলে বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক আমির খানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হল আমার। আমি জেনে খুশি হলাম তুরস্কের বিভিন্ন অংশেই তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আমির। আমি এই ছবির অপেক্ষায় থাকব।’
সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতীয় নেটজনতার ক্ষোভের সম্মুখীন হতে হয়েছে আমিরকে। আসলে তুরস্কের রাষ্ট্রপতি পাকিস্তানকে খোলাখুলি ভাবে সমর্থন জানিয়েছে কাশ্মীর ইস্যুতে। এমন অবস্থায় ভারত বিরোধী একটি দেশের ফার্স্ট লেডির সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেলেন আমির, সেই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।
টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #LaalSinghChaddha। শুরু হয়ে গিয়েছে আমির খানকে নিয়ে ট্রোল ও সমালোচনা। এমনকি তাঁর আগামী ছবি বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। কয়েকজন বলছেন, সড়ক ২ এর মতো সর্বাধিক ডিসলাইক পাওয়ার চ্যালেঞ্জ এবার আমির খান নিয়েছেন।