সুশান্ত মামলায় এবার কঙ্গনার পাশে বিজেপি নেতা সুব্রহ্মণ‍্যম স্বামী

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর (death) পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েটের বিরুদ্ধে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায় এই ইন্ডাস্ট্রিতে একটি গ‍্যাঙ রয়েছে যাদের অঙ্গুলিহেলনে সব কাজ হয় এখানে।
সুশান্তের মৃত‍্যু নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন কঙ্গনা। অভিনেতার মৃত‍্যু আত্মহত‍্যাতেই হয়েছে এটা মানতে তিনি নারাজ অথবা তাঁর মৃত‍্যুর পেছনে বলিউডের কোনও প্রভাবশালী ব‍্যক্তির হাত রয়েছে। একথা প্রথম থেকেই বলে আসছেন তিনি। এবার কঙ্গনার পাশে দাঁড়ালেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ‍্যম স্বামী (subramanian swamy)।

Kangana Ranaut at Ganpati puja 1 1366x768 1
টুইটে সুব্রহ্মণ‍্যম স্বামী লেখেন, ‘কঙ্গনার অফিস থেকে ইশকরণের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কঙ্গনাকে তাঁর আইনি অধিকার বিষয়ে কিভাবে সাহায‍্য করা যায় এবং মুম্বই পুলিসের সঙ্গে কবে আলোচনা করা যায় তা আমি ও ইশকরণ একত্রে সিদ্ধান্ত নেব। হিন্দি সিনেমার শীর্ষ তিন অভিনেত্রীর মধ‍্যে কঙ্গনা একজন কিন্তু সাহসের দিক দিয়ে তিনি প্রথম।’

প্রসঙ্গত, এর আগেই সুশান্ত মামলায় সিবিআই তদন্তের দাবি করে সরব হন সুব্রহ্মণ‍্যম স্বামী। অভিনেতার মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি চেয়ে আইনজীবী নিযুক্ত করেন তিনি। একটি টুইটে ওই আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি নেতা লেখেন, ‘ইশকরণকে আমি অনুরোধ জানিয়েছি সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু নিয়ে সিবিআই তদন্ত চাইতে অথবা ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখার দাবিতে জনস্বার্থ মামলা করতে।’

https://twitter.com/ishkarnBHANDARI/status/1284745389933903872?s=19

তিনি আরও একটি টুইটে লিখেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর যাবতীয় কারন খতিয়ে দেখতে বলেছেন তিনি ওই আইনজীবীকে। এই মামলা সিবিআই তদন্তের উপযুক্ত কিনা তাও দেখতে বলেছেন। তারপরে তাঁর ন‍্যায়বিচার হবে।
সোশ‍্যাল মিডিয়াতে #CBIForSonOfBihar ট্রেন্ডিংয়ে রয়েছে। অভিনেতার ন‍্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে রয়েছে নেটিজেন।
সুশান্তের জন‍্য সিবিআই তদন্ত চেয়ে কঙ্গনার পাশে দাঁড়ানোর উদ‍্যোগ নেওয়ার জন‍্য নেটদুনিয়ায় প্রশংসা উপচে পড়ছে সুব্রহ্মণ‍্যম স্বামীর জন‍্য। তাঁর এই পদক্ষেপের জন‍্য ধন‍্যবাদ জানাচ্ছে মানুষ। এর আগে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারী এবং রূপা গাঙ্গুলীও সিবিআই তদন্তের দাবি জানান সুশান্তের মৃত‍্যুতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর