বাঁকুড়া থেকে বলিউড! আমির-অমিতাভের সাথে কাজ করে বাংলার নাম উজ্জ্বল করছেন এই অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : বাঁকুড়া (Bankura) থেকে বলিউড (Bollywood)! এ যেন এক রূপকথার গল্প। কাজ করেছেন বলিপাড়ার সমস্ত প্রথম সারির অভিনেতার সাথে। কাজ করেছেন বাংলার সফল ছবি ‘প্রজাপতি’তে (Prajapati)। ‘তালাশ’এ আমির খান (Aamir Khan), ‘ভূতনাথ রিটার্ন’-র অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ছায়াসঙ্গী তিনি। তিনি হলেন বাঁকুড়ার ভূমিপুত্র সুব্রত দত্ত (Subrata Dutta)। যে আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলেমেয়ের অনুপ্রেরণা।

বাঁকুড়ার মত পিছিয়ে পড়া এক জেলা থেকে শুরু হয় তার অভিনয়ের সফর। সেই সফর গিয়ে থেমেছে সিনে পাড়ায়। বাংলার হাজার হাজার ছেলে মেয়েকে স্বপ্ন দেখাতে সাহস যুগিয়েছেন সুব্রত দত্ত। তবে জানেন কি, সুব্রত তার কেরিয়ার শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। গ্ল্যামার দুনিয়ায় নাম লেখানোর আগে প্রায় ৩৫ টি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হবেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। এরপর তিনি নয়া দিল্লি, চার্লস ওয়ালেস ট্রাস্ট বৃত্তি পান এবং লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে যোগ দেন। অভিনয়ের পাঠ সম্পন্ন হলে হাতে কলমে অভিনয় শেখার জন্য নেমে পড়েন মাঠে।

আরও পড়ুন : TRP-তে বড় রদবদল, এবারও প্রথম তিনে নেই ‘অনুরাগের ছোঁয়া’! খেল দেখালো জি বাংলার এই মেগা

subrat

কাজ করেছেন আমির খানের ‘মঙ্গল পান্ডে’র মত জনপ্রিয় সিনেমাতে। আর এখন তো ওটিটি প্লাটফর্মেও তার অবাধ বিচরণ। বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে সুব্রতকে। ২০০৯ সালের শ্রেষ্ঠ অভিনেতা কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০২১ সালের সেরা অভিনেতা- দেরাদুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং আরও বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেতা।

আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! এবার সবাই পাবেন কনফার্ম টিকিট, বিরাট ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

screenshot 2023 11 17 15 19 54 50 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

তবে এত সাফল্যর পরেও জন্মভূমি বাঁকুড়াকে ভোলেননি তিনি। একজন বাঁকড়ি হিসেবে তিনি যেমন গর্ববোধ করেন তেমন বাঁকুড়াও গর্ববোধ করে এমন এক কৃতী সন্তানকে পেয়ে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর