বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতার পর এই প্রথমবার বাম কংগ্রেস শূণ্য বিধানসভা দেখল বাংলার মানুষ। একুশের বিধানসভা নির্বাচনে ‘বাংলার মেয়ে’র উপর ভরসা করে বিজেপিকে রুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই, বাংলা থেকে বামেদের নাম গন্ধ মুছে দিয়েছে বঙ্গবাসী। বাম শূণ্য বিধানসভা হলেও, সেই জায়গা এবার দখল করেছে বিজেপি। কিন্তু ঠিক এই পরিস্থিতিতে বামেদের ভীষণভাবে ‘মিস’ করছেন সুব্রত মুখোপাধ্যায়।
তৃণমূলের গুণগান গেয়ে, বিজেপিকে খোঁচা দেওয়া কিংবা বামেদের সমালোচনা- কোনকিছুই বাদ দিচ্ছেন না সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু এই প্রথমবার ‘বাম শূণ্য বিধানসভা ভালো লাগে না’, এমন মন্তব্যই শোনা গেল তৃণমূলের এই হেভিওয়েটের গলায়।
শুক্রবার বিধানসভায় তৃণমূলের সাফল্যের ফিরিস্তি দেওয়ার পাশাপাশি বিজেপি বামকে আক্রমণ করতেও ছাড়লেন না সুব্রত মুখোপাধ্যায়। তিনি বললেন, ‘করোনা আবহ এবং ঘূর্ণিঝড় আমফান আর যশের মধ্যে কোন পরিযায়ী শ্রমিক অভুক্ত ছিল না। প্রতিদিন ২৫০ টাকা পারিশ্রমিকে তাদের জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হয়েছিল। পরপর তিন বছরে ১০ কোটি শ্রমিক কাজ পেয়েছেন। আর সেই কারণেই ১০০ দিনের কাজে ১ নম্বর হয়েছি’।
বাম শূণ্য বিধানসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘পঞ্চায়েত ব্যবস্থার অপব্যবহারের কারণেই আজ বিধানসভায় সিপিএম নেই। পঞ্চায়েত ব্যবস্থা আমার তৈরি করলেও, বামেরা সেটার অপব্যবহার করল। কংগ্রেস আমলে আমার তৈরি করা পঞ্চায়েত আইন সিদ্ধার্থশঙ্কর রায় পাশ করলেও, কার্যকর করেন নি। কিন্তু বামেরা এসে সেটার অপব্যবহার করল’।
এরপর তিনি বলেন, ‘এত কিছুর পরও বলব বাম শূণ্য বিধানসভা ভালো লাগে না। প্রথম থেকেই ওদের এখানে দেখেছি। ভালো হোক কিংবা খারাপ, ওরা কিন্তু বিধানসভার সব নিয়ম জানত। কিন্তু এখনকার বিরোধীরা তো কিছুই জানে না’।