মাত্র ১৫০০ টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা! এই গৃহবধূ এখন কোটিপতি

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বহু ভারতীয় মহিলা ব্যবসায়ী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের হাজার প্রতিবন্ধকতা সরিয়ে শিল্প জগতে নিজেদের স্থান পাকা করেছেন। আজ আমরা এমনই এক ব্যবসায়ীর কথা জানবো। আমরা আজ যার সম্বন্ধে আলোচনা করছি তিনি ছিলেন সাধারণ গৃহবধূ।

উত্তরপ্রদেশের এই সাধারণ মহিলা আজ কোটি কোটি টাকার মালিক। এই মহিলার কোনও ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড ছিল না। সামান্য কিছু টাকা দিয়ে তিনি শুরু করেন ব্যবসা। এরপর নিজের চেষ্টায় সেই ব্যবসাকে পরিণত করেন এক মহীরুহে।

উত্তরপ্রদেশের গোরখপুর জেলার বাসিন্দা সঙ্গীতা পান্ডে (Sangita Pande) বর্তমানে প্রায় আড়াইশো কোটি টাকার মালিক। তার ব্যবসা থেকে তিনি এখন মাসে লক্ষ-লক্ষ টাকা উপার্জন করছেন। সরকার এই মহিলা ব্যবসায়ীকে সম্মানিত করেছে গোরখপুর রত্নে।

সঙ্গীতার পরিবার সেনাবাহিনীর সাথে যুক্ত। সেখান থেকে সংগীতা নিজের চেষ্টায় শুরু করেন মিষ্টির জন্য অভিনব বাক্স (box packaging) তৈরির। তিনি অভিনব মিষ্টির ক্যান তৈরীর কারখানা শুরু করেছেন পদরী বাজারে অবস্থিত শিবপুর শাহবাজগঞ্জে।

Sangita

সঙ্গীতা পড়াশোনা করেছেন কেন্দ্রীয় বিদ্যালয় ও গোরখপুর বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সঙ্গীতার কারখানায় দেড়শতাধিক মহিলা কাজ করেন। সংগীতা এই সময় শুধুমাত্র উত্তর প্রদেশেই নয়, সারা ভারতে অন্যতম একজন দৃষ্টান্ত সৃষ্টিকারী মহিলা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর