পরপর দু’বার UPSC ক্র্যাক! প্রথমে IPS, তারপরে হলেন IAS, চমকে দেবে দিব্যার সাফল্যের কাহিনি

বাংলাহান্ট ডেস্ক : প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী আইএএস কিংবা আইপিএস হওয়ার আশায় বসেন ইউপিএসসি পরীক্ষায়। ভারতের সবথেকে কঠিন পরীক্ষা বলে বিবেচিত এই ইউপিএসসি ক্র্যাক করা কিন্তু মুখের কথা নয়। তবে আজ আমরা হরিয়ানার এমন এক যুবতীর সাফল্যের গল্প (Success Story) আপনাদের বলতে চলেছি যিনি পরপর দু’বার ইউপিএসসি ক্র্যাক করে অবাক করে দিয়েছেন সবাইকে।

হরিয়ানার যুবতীর সাফল্যের গল্প (Success Story)

প্রথম চেষ্টাতেই ইউপিএসসি (Union Public Service Commission) ক্র্যাক করে আইপিএস (Indian Police Service) হিসাবে নির্বাচিত হন হরিয়ানার (Hariyana) মহেন্দ্রগড় জেলার নিম্বি গ্রামের বাসিন্দা দিব্যা তানওয়ার। তারপর দ্বিতীয়বারের প্রচেষ্টাতে ইউপিএসসি ক্র্যাক করে বর্তমানে আইএএস (Indian Administrative Service) অফিসার হিসেবে কর্মরত দিব্যা।

আরোও পড়ুন : খেই হারিয়েছে গল্প, TRP গড়িয়ে তলানিতে, দর্শক টানতে নতুন ভিলেনের এন্ট্রি জলসার “ফ্লপ” মেগায়

দিব্যার প্রাথমিক পড়াশোনা শুরু হয় তাঁর নিজের গ্রামেই। তারপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন মহেন্দ্রগড়ের নবোদয় বিদ্যালয়ে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর দিব্যা স্নাতক সম্পন্ন করেন একটি সরকারি কলেজ থেকে। কলেজের পড়াশোনা চুকিয়ে ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতি শুরু করেন দিব্যা।

আরোও পড়ুন : চূড়ান্ত অব্যবস্থা! মহাকুম্ভ যাওয়ার পথে পদপিষ্ঠের ঘটনায় ফুঁসে উঠলেন কুণাল, প্রশ্ন ছুঁড়লেন রেলমন্ত্রীকে

তবে সব থেকে আশ্চর্যের কথা কোনও রকম কোচিং ছাড়াই প্রথমবারের চেষ্টাতেই ইউপিএসসি ক্র্যাক করে ফেলেন মেধাবী এই কন্যা। ছোটবেলায় বাবাকে হারানো দিব্যা ২০২১ সালে মাত্র ২১ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় বসেন। সর্বভারতীয় স্তরে ৪৩৮ তম র‍্যাঙ্ক অর্জন করে IPS হিসাবে নির্বাচিতও হন তিনি। তবে IAS হওয়ার লক্ষ্যে ফের ইউপিএসসি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন দিব্যা।

Success Story of Divya tanwar

২০২২ সালে দ্বিতীয়বারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসে গোটা ভারতে দিব্যা অর্জন করেন ১০৫ তম স্থান। বর্তমানে মণিপুর ক্যাডারে আইএএস অফিসার হিসেবে কর্মরত হরিয়ানার এই মেধাবী তরুণী। প্রচেষ্টা ও সংকল্প থাকলে যেকোনো প্রতিকূল অবস্থাতেই যে সফলতা (Success Story) অর্জন করা যায় তারই অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন দিব্যা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর