প্রতিদিন ১২ ঘন্টা পড়াশোনা! ২ বছরের অক্লান্ত পরিশ্রমেই স্বপ্নপূরণ, UPSC-তে বাজিমাত অনন্যার

বাংলাহান্ট ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতি বছর অংশ নেন লক্ষ লক্ষ প্রার্থী। তবে ভারতের সবথেকে কঠিন পরীক্ষা বলে বিবেচিত ইউপিএসসি ক্র্যাক করা মোটেও সহজ কথা নয়। শুধু পড়াশোনা নয়, ইউপিএসসি পরীক্ষায় সফলতা (Success Story) অর্জনের জন্য প্রয়োজন হয় অধ্যাবসা ও পরিশ্রমের।

দোনুরু অনন্যা রেড্ডির সফলতার গল্প (Success Story)

আইএএস (IAS) অফিসার দোনুরু অনন্যা রেড্ডির গল্প অনেকটা সেরকমই। তেলেঙ্গানার মাহবুবনগরের দোনুরু অনন্যা রেড্ডি ২০২৩ সালে প্রথমবারের জন্য বসেন ইউপিএসসি পরীক্ষায়। একটানা ২ বছর নিষ্ঠা ও পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে ২০২৩ সালে প্রথমবারের জন্য সিভিল সার্ভিস পরীক্ষায় বসে গোটা ভারতের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে চমকে দেন সবাইকে।

আরোও পড়ুন : মানুষই আপনাদের..! ‘চিন্তা তো খালি ভোট নিয়ে’, রাজ্যকে ধুয়ে দিলেন প্রধান বিচারপতি

দিল্লির মিরান্ডা হাউস থেকে অনন্যা ভূগোল ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষার প্রস্তুতির জন্য অনন্যা চলে আসেন দিল্লিতে। অনন্যা জানান, তিনি দৈনিক ১২ থেকে ১৪ ঘন্টা পড়াশোনা করতেন ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতির জন্য।

আরোও পড়ুন : সেদিন আমি বিধানসভায়  কাগজ ছিঁড়েছিলাম কেন? শুভেন্দুকে চুপ করিয়ে দিলেন মমতা

অনন্যা বলেছেন, পড়াশোনার চাপ থেকে কিছুটা নিষ্কৃতি পেতে ক্রিকেট দেখা ও উপন্যাস পড়ার মতো একাধিক কর্মকাণ্ড চালাতেন শিক্ষা জীবনে। একটি সাক্ষাৎকারে বিরাট কোহলির প্রশংসা করে অনন্যা বলেছিলেন, “সে আমার প্রিয় খেলোয়াড়, এবং তার শৃঙ্খলা আমাকে অনুপ্রাণিত করে।”

Success Story of Donuru Ananya Reddy.

নিজের সফলতার (Success Story) জন্য অনন্যা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বাবা-মা, বন্ধুবান্ধবদের কাছে। আগামী দিনে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার নিয়েছেন অনন্যা। শুধু তাই নয়, একজন আইএএস (Indian Administrative Service) অফিসার হয়ে সর্বসাধারণের মাঝে প্রশাসনের সব দায় দায়িত্ব পালন করাই লক্ষ্য অনন্যার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর