বাংলাহান্ট ডেস্ক : নয়ডার বাসিন্দা হর্ষিত আগরওয়াল মাত্র ২৬ বছর বয়সে যা করে দেখিয়েছেন তা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। ব্যবসা শুরুর মাত্র ছয় বছরের মধ্যে হর্ষিত তৈরি করে ফেলেছেন ১৬৪ কোটি টাকার ব্র্যান্ড। অবাক লাগছে? আসলে হর্ষিতের সাফল্য (Success Story) এক কথায় অবিশ্বাস্য।
হর্ষিত আগরওয়ালের সাফল্যের (Success Story) কাহিনি
বাবার এয়ার কুলার তৈরির সংস্থায় হর্ষিত যুক্ত হন ২০১৮ সালে। তারপর সেই ব্যবসাকে ‘নোভাম্যাক্স’ নামক ব্র্যান্ডে রূপান্তরিত করে নতুনভাবে সাজান বিজনেস স্ট্র্যাটেজি। প্রথম বছরেই নোভাম্যাক্সের (Novamax) অ্যানুয়াল টার্ন ওভার ছিল ৩.৫ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ২.০৫ লক্ষেরও বেশি এয়ার কুলার বিক্রি করে নয়া নজির সৃষ্টি করে নোভাম্যাক্স।
আরোও পড়ুন : একলাফে বাড়বে ৪০ শতাংশ বেতন! কোন কর্মীরা পাচ্ছেন এই সুযোগ?
৪০০,০০০ বর্গফুট জুড়ে সংস্থার একটি তিন তলা ভবনও তৈরি করে ফেলেছেন হর্ষিত। তরুণ উদ্যোগপতি হর্ষিত আগরওয়ালের (Harshit Aggarwal) সংস্থা নোভাম্যাক্স গত কয়েক বছরে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এয়ার কুলার জগতে। মাত্র ছয় বছরের মধ্যে হর্ষিত তাঁর নোভাম্যাক্স ইন্ডাস্ট্রিজ এলএলপিকে পরিণত করেছেন ১৬৪ কোটি টাকার টার্ন ওভারের সংস্থায়।
আরোও পড়ুন : উলটপুরাণ! ভারতের শত্রুদের পাকিস্তানে করা হচ্ছে নিকেশ, নেপথ্যে “কে”?
নয়ডার রাম-ইশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হর্ষিত বিবিএ নিয়ে পড়ার উদ্দেশ্যে ভর্তি হন গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে। তবে সেকেন্ড ইয়ারেই পড়াশোনা ছেড়ে দিয়ে ৬ কোটি টাকা বিনিয়োগ করে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন নোভাম্যাক্স। মাত্র ১৯ বছর বয়সে বাবার নামহীন এয়ার কুলারের ব্যবসায় যুক্ত হয়ে নতুন ব্র্যান্ড তৈরির স্বপ্ন দেখেন হর্ষিত। বর্তমানে হর্ষিতের বাবা রয়েছেন ওশান মোল্ড প্লাস্টের পরিচালনার দায়িত্বে।
মাত্র ২৫ জন কর্মচারীকে নিয়ে সফলভাবে (Success Story) পথ চলা শুরু করা নোভাম্যাক্স বর্তমানে কর্মসংস্থান করেছে প্রায় ৩৫০ জনের। বর্তমানে প্রতিদিন এই সংস্থার কাছে আসে কমপক্ষে ২০ হাজার এয়ার কুলারের অর্ডার। বর্তমানে এই সংস্থার দৈনিক উৎপাদন ক্ষমতা ২ হাজার ইউনিট। আগামী দিনে দৈনিক ১৫ হাজার এয়ারকুলার তৈরির ইউনিটের কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন হর্ষিত।