প্রথম চেষ্টাতেই বাজিমাত! মাত্র ২২ বছর বয়সেই IAS অফিসার হলেন চন্দ্রজ্যোতি, গড়লেন নজির

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম একটি হল UPSC। প্রতিবছরই বিপুলসংখ্যক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু, তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই সফলতা (Success Story) হাসিল করতে পারেন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি মাত্র ২২ বছর বয়সেই প্রথমবার UPSC দিয়ে হয়ে গিয়েছেন IAS অফিসার।

মাত্র ২২ বছর বয়সেই সফল (Success Story) হলেন ইনি:

মূলত, আজ আমরা আপনাদের জানাবো চন্দ্রজ্যোতি সিংয়ের প্রসঙ্গে। তাঁর এই সাফল্যের কাহিনি (Success Story) নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে সবাইকে। চন্দ্রজ্যোতি ২০১৯ সালে UPSC পরীক্ষায় ২৮ তম স্থান অর্জন করে IAS হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। তিনি প্রথম প্রচেষ্টাতেই এই সাফল্য অর্জন করেছিলেন। যেটি সত্যিই একটি অনন্য অর্জন। পাশাপাশি, চন্দ্রজ্যোতির এই বিরাট সাফল্য তাঁর কঠোর পরিশ্রম এবং উদ্যমকেই প্রতিফলিত করে।

Success Story of IAS officer Chandrajyoti Singh.

ছোটবেলা থেকেই ছিল দেশসেবার অনুপ্রেরণা: জানিয়ে রাখি যে, ছোটবেলা থেকেই চন্দ্রজ্যোতির দেশ সেবার প্রতি অনুরাগ তাঁর পরিবারের কারণে গড়ে ওঠে। চন্দ্রজ্যোতির বাবা দলবারা সিং একজন অবসরপ্রাপ্ত আর্মি রেডিওলজিস্ট এবং তাঁর মা মীনা সিং-ও সেনাবাহিনীতে চাকরি করেছেন। এই পারিবারিক পটভূমি চন্দ্রজ্যোতিকে IAS হতে (Success Story) অনুপ্রাণিত করেছিল।

আরও পড়ুন: এবার আরও আরামদায়ক হবে ট্রেন সফর! প্রতিটি ক্ষেত্রে নজর রাখবে AI, সমস্যা হলেই মিলবে সমাধান

কোচিং ছাড়াই সেল্ফ স্টাডি: স্নাতকের পড়া শেষ করার পর, চন্দ্রজ্যোতি এক বছরের বিরতি নিয়ে UPSC-র প্রিপারেশনে মনোনিবেশ করেন। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি কোনও কোচিং ইনস্টিটিউটের সাহায্য নেননি। বরং সম্পূর্ণরূপে সেল্ফ স্টাডির ওপর ভরসা করেছিলেন। তিনি দিনে ৬ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করতেন। পরীক্ষার কয়েকদিন আগে তাঁর পড়াশোনার সময় বেড়ে দাঁড়ায় দৈনিক ১০ ঘণ্টা বা তারও বেশি।

আরও পড়ুন: এবার পাকিস্তানে যাবেন মোদী? CHG বৈঠকের আমন্ত্রণ পাঠালেন শরীফ, জানুন পরিকল্পনা

কিভাবে ক্র্যাক করলেন UPSC: চন্দ্রজ্যোতির সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল তাঁর কার্যকর কৌশল। তিনি পরামর্শ দিয়েছেন যে, কোনও পরীক্ষার প্রস্তুতি নিতে হলে শক্ত পরিকল্পনা করতে হবে। আপনি যদি আপনার প্রস্তুতিকে সহজ ও সংগঠিত করে রাখেন এবং আপনার তৈরি কৌশলে অটল থাকেন তবে সাফল্য অবশ্যই আপনি পাবেন। এমতাবস্থায়, চন্দ্রজ্যোতির সাফল্যের কাহিনি সেই সমস্ত যুবক-যুবতীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে যাঁরা UPSC সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূলত, ধৈর্য, ​​পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। দিলেই হাসিল হবে কাঙ্ক্ষিত সাফল্যের (Success Story) চাবিকাঠি।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর