মাত্র ২ মাস প্রস্তুতি নিয়েই বাজিমাত UPSC প্রিলি’তে! কিভাবে ডাক্তার থেকে IAS অফিসার হলেন তনু জৈন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া ও ইউটিউব রিলসে তনু জৈন বর্তমানে সফল (Success Story) একজন ব্যক্তিত্ব। আইএএস অফিসার তনু জৈন UPSC পরীক্ষার প্রার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল স্পিচ দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। আইএএস তনু জৈন বর্তমানে ডিআরডিও-তে সহকারী পরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

তনু জৈনের সফলতার (Success Story) কাহিনী

পাশাপাশি দৃষ্টি আইএএস কোচিংয়ে মক ইন্টারভিউ নেওয়ার জন্যও প্রসিদ্ধি লাভ করেছেন তনু জৈন। তনু জৈন প্রথমবারের মতো ইউপিএসসি পরীক্ষায় বসেন ২০১২ সালে। সে বছর তিনি শুধুমাত্র উত্তীর্ণ হতে পেরেছিলেন প্রিলি পরীক্ষায়। তার দু’বছর পর ২০১৪ সালে তৃতীয় বারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসে সফলতা (Success Story) লাভ করেন মৃদুভাষী তনু।

আরোও পড়ুন : আরজি কর মামলায় গ্রেফতার! এবার সোজা হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ! কী দাবিতে জানেন?

২০১৫ সালে সশস্ত্র বাহিনী সদর দপ্তর সার্ভিসে হয় তাঁর প্রথম পোস্টিং। তবে জানলে অবাক হবেন শুভার্থী মেডিকেল কলেজ, মিরাট থেকে দন্ত চিকিৎসায় ব্যাচেলর ডিগ্রি বা BDS অর্জন করেন তনু জৈন। চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করার পর তনু জৈনের দেশের সেবা করার উদ্দেশ্যে ইউপিএসসি পরীক্ষায় বসার ইচ্ছে জাগে।

আরোও পড়ুন : কড়াকড়ি শুরু! স্কুলে স্কুলে রিপোর্ট তলব, বড় পদক্ষেপের পথে শিক্ষা দফতর?

তাই দন্ত চিকিৎসার পেশা ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তনু জৈন। মাত্র দুই মাসের প্রস্তুতিতে প্রথমবারের জন্য তনু জৈন বসেন ইউপিএসসি পরীক্ষায়। সামান্য সময়ের প্রস্তুতিতে সেবার ইউপিএসসি প্রিলিম উত্তীর্ণ হলেও অধরা থেকে যায় সাফল্য। দুই বছরের প্রচেষ্টায় ২০১৪ সালে তৃতীয়বারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসে মেলে কাঙ্খিত সাফল্য।

Success Story of IAS officer tanu jain

চিকিৎসক থেকে আইএএস অফিসারে রূপান্তরিত হন তনু জৈন। ২০১৪ সালে তৃতীয়বারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসে তনু জৈন সারা ভারতে ৬৪৮ তম স্থান অর্জন করেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই আইএস অফিসার। তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতা উদ্বুদ্ধ করে অসংখ্য ইউপিএসসি প্রার্থীকে। ইনস্টাগ্রামে ৬৩ হাজারেরও বেশি ফলোয়ার্স রয়েছে তনু জৈনর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X