ইন্টারভিউতে এই প্রশ্নের উত্তর দিয়েই করেন বাজিমাত! চমকে দেবে বৈষ্ণবীর IAS অফিসার হওয়ার কাহিনি

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার জন প্রার্থী UPSC পরীক্ষায় বসেন। কিন্তু, তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই হাসিল করতে পারেন সফলতা (Success Story)। আর সেই কারণেই এই পরীক্ষাটিকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত করা হয়। এদিকে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি এই পরীক্ষায় সফলতা লাভ করে IAS অফিসার হয়ে নিজের স্বপ্নপূরণ করেছেন।

চমকে দেবে বৈষ্ণবীর IAS অফিসার হওয়ার কাহিনি (Success Story):

মূলত, উত্তরপ্রদেশের গোন্ডার বৈষ্ণবী পাল ২০২২ সালের UPSC পরীক্ষায় দেশের মধ্যে ৬২ তম স্থান অর্জন করেন। চতুর্থবারের প্রচেষ্টায় তিনি এই সফলতা (Success Story) হাসিল করেন। তাঁর মা একজন শিক্ষিকা। বৈষ্ণবী জানিয়েছেন যে, তিনি নিজেকে IAS হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পেরেছেন।

   

বৈষ্ণবী জানান, “শিক্ষাকে সবসময় এগিয়ে রাখতে হবে। শৈশব থেকেই আমার প্রধান অনুপ্রেরণা এসেছে সংবাদপত্র পড়া থেকে। আপনার যদি স্বপ্ন থাকে এবং আপনার কাছে সঠিক সাপোর্ট সিস্টেম থাকে তবে ভয় না পেয়ে কঠোর পরিশ্রম করুন।” বৈষ্ণবী তাঁর এই সাফল্যের (Success Story) কৃতিত্ব দিয়েছেন তাঁর বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং বন্ধুদের।

Success Story Of IAS Vaishnavi Paul.

জেলার ফতিমা স্কুল থেকে ইন্টারমিডিয়েট পড়ার পর বৈষ্ণবী দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যখন তিনি UPSC ক্লিয়ার করেছিলেন তখন তিনি JNU থেকে মাস্টার্স করছিলেন। নিজের সাফল্যের (Success Story) প্রসঙ্গে বৈষ্ণবী বলেন,” আমি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক ৬২ পেয়েছি। আমি খুব খুশি যে আমি যা করার পরিকল্পনা করেছি তা করার সুযোগ পাব।”

আরও পড়ুন: বিনিয়োগকারীদের মালামাল করল টাটার এই শেয়ার! ১ বছরেই মিলল ২০৭ শতাংশের রিটার্ন

তিনি বলেন, “ছোটবেলায় আমার বাবা আমার মধ্যে খবরের কাগজ পড়ার অভ্যাস গড়ে তুলেছিলেন। আপনি যখন খবরের কাগজ খুলবেন, আপনি বেশিরভাগ স্থানীয় খবর দেখতে পাবেন। কীভাবে জেলা ম্যাজিস্ট্রেট এই কাজ করেছেন, SP কি করছেন তা জানা যায়। এমতাবস্থায়, আমার মনও সেদিকে গেল। তারপর যখন আমি বড় হই এবং জিনিসগুলি দেখি, তখন অনুভব করি যে হ্যাঁ, সৌভাগ্যক্রমে আমার কাছে একটি সাপোর্ট সিস্টেম আছে। এই সুবিধে থাকলে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। আমার বাবা-মা, আমার বোন, আমার মামা বাড়ির পরিবার, আমার সমস্ত শিক্ষক-শিক্ষিকা, আমার বন্ধুরা আমার সাথে ছিল।”

আরও পড়ুন: iPhone 16 লঞ্চের আগেই বড় ঘোষণা! ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখকে নতুন দায়িত্ব দিল Apple

বৈষ্ণবী আরও বলেন, “ইন্টারভিউতে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে একটি খুব ভালো সিচুয়েশনাল প্রশ্ন ছিল যে আপনি যদি কোথাও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আসেন এবং আগের DM-এর সেখানকার SP-র সাথে খুব ভালো সম্পর্ক না থাকে তবে আপনি কী করবেন? আমি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিলাম যে আমি তাঁর সাথে পজেটিভ অ্যাপ্রোচের সাথে সাথে একটি নতুন শুরু করব।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর