ডাক্তারি ছেড়ে “টার্গেট” করেন UPSC, প্রথম প্রচেষ্টাতেই হন IPS, চমকে দেবে নভজ্যোতের সাফল্যের কাহিনি

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সফল (Success Story) আইপিএস অফিসার নভজ্যোত সিমি। অনেকেই নভজ্যোতকে দেশের সবচেয়ে সুন্দরী আইপিএস অফিসার হিসেবেও আখ্যা দিতে শুরু করেছেন। ১৯৮৭ সালের ২১ ডিসেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে জন্ম নভজ্যোত সিমির।

সফল (Success Story) আইপিএস অফিসার নভজ্যোত সিমির গল্প

বর্তমানে বিহারে কর্মরত আইপিএস (Indian Police Service) নভজ্যোত সিমির সৌন্দর্যে বিভোর নেটদুনিয়া। শুধু রূপ নয়, বুদ্ধিমত্তার দিক থেকে গোটা দেশবাসীর কাছে উদাহরণ হয়ে উঠেছেন নভজ্যোত। ২০১৮ ব্যাচের আইপিএস অফিসার (IPS Officer) নভজ্যোতের জীবনটা শুরু হয়েছিল সম্পূর্ণ অন্যভাবে।

আরোও পড়ুন : ধুঁকছে সিরিয়াল, অস্তগত TRP, ৩ বছর পুরনো মেগা নিয়ে এবার বড় সিদ্ধান্ত চ্যানেলের! হয়ে গেল শেষ শুটিং

প্রথম জীবনে চিকিৎসক হিসাবে কেরিয়ার শুরু করলেও, ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষার জন্য ছেড়ে দেন ডাক্তারি পেশা। দেশের সেবা করার উদ্দেশ্যে সুন্দরী এই আইপিএস অফিসার অর্থের পিছনে না ছুটে, মনোনিবেশ করেন ইউপিএসসি (UPSC) পরীক্ষায়।

আরোও পড়ুন: স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট এবার ভারতে! মাস্ক-মোদীর ৫৫ মিনিটের বৈঠকে হল কী কী আলোচনা?

লুধিয়ানার বাবা যশবন্ত সিং ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেন নভজ্যোত। তবে দেশের সেবা করার উদ্দেশ্যে চিকিৎসা ক্ষেত্র থেকে বেরিয়ে এসে ২০১৮  সালে প্রথমবারের মতো বসেন ইউপিএসসি পরীক্ষায়। প্রথমবারের চেষ্টাতেই সসম্মানে ইউপিএসসি উত্তীর্ণ হয়ে নভজ্যোত তৈরি করেন নয়া নজির।

Success Story of ips officer Navjot Simi

ইউপিএসসি (UPSC CSE) পরীক্ষায় গোটা দেশে ৭৩৫ তম র‍্যাঙ্ক দখল করে ২০১৮ ব্যাচের আইপিএস হিসাবে সাফল্যকে (Success Story) ছুঁয়ে ফেলেন এই সুন্দরী। ইউপিএসসি প্রার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় নভজ্যোত। তাঁর বিভিন্ন টিপস ও অনুপ্রেরণামূলক ভিডিও আগুনের বেগে ভাইরালও হয় সমাজমাধ্যমে।

পাঞ্জাবের বাসিন্দা আইএএস (Indian Administrative Service) অফিসার তুষার সিংলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নভজ্যোত। প্রথম জীবনে আইএএস (IAS) তুষার পশ্চিমবঙ্গ (West Bengal) ক্যাডারে থাকলেও, বিবাহ পরবর্তী সময়ে তুষার বিহারে নিজের কর্মস্থল স্থানান্তরিত করেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর