বাংলাহান্ট ডেস্ক : জীবনে চলার পথে হাজার বাধা-বিপত্তি আসলেও নিজের লক্ষ্যে অবিচল থাকলে পৌঁছনো যায় সাফল্যের (Success Story) দোরগোড়ায়। মেধা ও অধ্যাবস্যার জোরে শত দারিদ্রতাকেও পিছনে ফেলে নিজের লক্ষ্যে পৌঁছে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন শরণ কাম্বলে। মা ছিলেন সবজি বিক্রেতা, বাবা শ্রমিক, দিন আনা দিন খাওয়া সেই পরিবারের ছেলেই আজ আইপিএস অফিসার হয়ে গর্বিত করেছেন গোটা পরিবারকে।
সাফল্যের কাহিনি (Success Story) শরণ কাম্বলের
বর্তমানে রাজস্থান ক্যাডারের আইপিএস (Indian Police Service) অফিসার হিসাবে নিজের গুরু দায়িত্ব পালন করছেন শরণ। মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা শরণ কাম্বলে ছোট থেকেই মুখোমুখি হয়েছেন ভয়াবহ দারিদ্রতার। মা সবজি বিক্রি করে ও বাবা শ্রমিকের কাজ করে কোনও মতে জুগিয়েছেন দুবেলার খাবার। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের স্বপ্ন থেকে একবারও পিছ পা হননি শরণ।
আরোও পড়ুন : সরকারি কর্মীদের সোনায় সোহাগা! বহু বছর অপেক্ষার পর এবার এক ধাক্কায় বাড়ছে বেতন
১৯৯৩ সালের ৩০শে সেপ্টেম্বর সোলাপুর জেলার বারশি তহসিলের তাদওয়ালে গ্রামে জন্ম শরণ কাম্বলের। দশম শ্রেণী পর্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা করলেও, একাদশ শ্রেণীতে শরণ ভর্তি হন বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে। সাঙ্গলির ওয়ালচাঁদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বি.টেক ডিগ্রি সম্পন্ন করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শরণ।
আরোও পড়ুন : নজিরবিহীন! রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে মামলা ছাড়লেন হাইকোর্টের বিচারপতি
আইআইএসসিতে স্নাতকোত্তর শেষ করার পর একটি সংস্থায় বার্ষিক ২০ লক্ষ টাকা বেতনের চাকরির অফার পান শরণ। তবে ছোট থেকে আইপিএস হতে চাওয়া শরণ সেই চাকরির অফার প্রত্যাখ্যান করে শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শরণ এরপর চলে আসেন দিল্লিতে। তবে সেখানেও তাকে পিছু ছাড়েনি আর্থিক টানাপোড়েন। অবশেষে মহারাষ্ট্র সরকারের একটি বৃত্তি পেলে কিছুটা আর্থিক সুরাহা হয় মেধাবী এই ছাত্রের।
২০২০ সালে ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৫৪২ তম স্থান অর্জন করে আইপিএস হিসেবে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পান এই সবজি বিক্রেতার ছেলে। পরবর্তীকালে ২০২১ সালে ইউপিএসসি পরীক্ষায় ১২৭ তম স্থান অর্জন করলে শরণের কাছে আসে আইএফএস ক্যাডার হওয়ার সুযোগ। তবে ছোট থেকেই আইপিএস হতে চাওয়া শরণ অবশ্য সেই সুযোগ প্রত্যাখ্যান করে দেন বিনাদ্বিধায়। বর্তমানে রাজস্থান ক্যাডারের আইপিএস অফিসার হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন শরণ কাম্বলে।