অবিশ্বাস্য! সবজি বেচতেন SP অফিসের সামনে,আজ সেই অফিসেরই DSP সেই বিক্রেতা! কিভাবে হলেন?

বাংলাহান্ট ডেস্ক : পরিশ্রম ও জেদ মানুষকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে একদিন। দাঁতে দাঁত চেপে নিজের স্বপ্নের পিছনে দৌড়ালে একদিন মেলে কাঙ্খিত সাফল্য (Success Story)। ঠিক তেমনই এক অনন্য উদাহরণ তৈরি করে নজির সৃষ্টি করেছেন এক সবজিওয়ালা। মহারাষ্ট্রের আইপিএস অফিসার নীতিন বাগাতের জীবনের গল্প হার মানাতে পারে সিনেমার চিত্রনাট্যকেও।

সবজি বিক্রেতার সাফল্যের কাহিনী (Success Story)

একদিন যে এসপি অফিসের বাইরে বসে সবজি বিক্রি করতেন নীতিন, আজ সেই অফিসেরই ডিএসপি (DSP) তিনি। মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা নিতিন বাগাতে জন্ম নেন অত্যন্ত নিম্নবিত্ত একটি পরিবারে। সংসার চালানোর তাগিদে একটা সময়ে গ্রামের এসপি অফিসের সামনে সবজি বিক্রি করতেন নীতিন।

Success Story of Maharashtra man

অভাব-অনটন ও হাজার প্রতিকূলতাকে দূরে ঠেলে নিজের স্বপ্ন সত্যি করার এক অনন্য সাফল্যের কাহিনী (Success Story) তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন একদা এই সবজিওয়ালা নীতিন। বহু বছর ধরেই নীতিন প্রস্তুতি নিচ্ছিলেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য। তিন-তিনবার ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পৌঁছেও মেলেনি সফলতা।

আরোও পড়ুন : আজব কাণ্ড! মরে গিয়েও ফিরে এল নায়ক! সিরিয়ালের গল্প দেখে হেসে কুটিপাটি দর্শকরা

তবে ২০১৬ সালে ইউপিএসসি (Union Public Service Commission) ক্লিয়ার করে ডিএসপি পদে বসেন নীতিন। একটি সাক্ষাৎকারে নীতিন বলেন, ইউপিএসসি পরীক্ষায় সফল হতে গেলে প্রধানত তিনটি বিষয়ের উপর জোর দিতে হবে প্রার্থীদের। মৌলিক বিষয়গুলিতে ফোকাস করা, নিয়মিত সংবাদপত্র পড়ে সবকিছু সম্পর্কে আপডেট থাকা ও সমাজের নানান দিক পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করা।

Success Story of Maharashtra man

বর্তমানে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ডিএসপি হিসাবে কাজ করছেন নীতিন। তাঁর লড়াই আজ উৎসাহ জোগাচ্ছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে। জীবনে সফলতার (Success Story) পথে দারিদ্রতা বা অক্ষমতা যে অন্তরায় সৃষ্টি করতে পারে না, তারই এক অনন্য নজির সৃষ্টি করেছেন নীতিন বাগাত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর