অবিশ্বাস্য! ছেড়েছিলেন দু’কোটির চাকরি! এই তরুণী ইউটিউবার আজ যা কামাচ্ছেন…আপনার কল্পনাতীত

বাংলাহান্ট ডেস্ক : ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে চাকরি করে শান্তি মেলেনি মনে। তাই নিলেন এক অনিশ্চয়তার চ্যালেঞ্জ। এখন অবশ্য ইউটিউবার (Youtuber) হিসেবে পরিচয় গড়েছেন নিশ্চা শাহ (Nischa Shah)। তিনি লন্ডনের ‘ক্রেডিট এগ্রিকোল’ সংস্থায় ২০২২ সাল পর্যন্ত ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার (Investment Banker) হিসাবে কাজ করেছেন। বার্ষিক ২,৫৬,০০০ ডলার বেতন।

ইউটিউব (YouTube) কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাফল্য

বিদেশে চাকরি থেকে বাড়ি গাড়ি সব থাকলেও খুশি ছিলেন না নিশ্চা। তাই একটি ইউটিউব (YouTube) চ্যানেল খোলেন তিনি। মূলত কোথায় বিনিয়োগ করলে কি লাভ হয়, সেই সংক্রান্ত তথ্য ভাগ করে নিতেন নিজের ইউটিউব (YouTube Channel) চ্যালেনে। একজন ইউটিউবার (Youtuber) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক অপেক্ষা করতে হয়েছে নিশ্চারে। ইউটিউবে (YouTube) প্রথম হাজার ‘সাবস্ক্রাইবার’ পেতে সময় লেগে যায় ১১ মাস।

   

আরোও পড়ুন : ২৩৯ শতাংশ! একলাফে এতটা DA বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী, ধন্য ধন্য করছেন সরকারি কর্মীরা

তাঁর জীবনে নতুন মোড় আসে ২০২২ সালের সেপ্টেম্বরে। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসাবে নিশ্চার জীবনের স্ট্রাগলের ভিডিয়ো ভাইরাল (Viral) হয়ে যায়। তারপরেই ঝড়ের গতিতে ৫০ হাজার সাবস্ক্রাইবার’ হয়ে যায় তাঁর। তিন লাখ টাকা ইনকাম করলেন তিনি। এরপর হঠাৎ ৯ বছরে চাকরি ছেড়ে দেন নিশ্চা। ঠিক করেন, ইউটিউব চ্যানেল নিয়েই এগিয়ে যাবেন তিনি।

আরোও পড়ুন : ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ১০০০-১২০০ নয়, এবার বিরাট পরিকল্পনা সরকারের

চাকরি ছেড়ে ইউটিউবার (Youtuber) হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিশ্চার লড়াই শুরু ২০২৩ সালে। জমানো টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন তিনি। কয়েক বছর যাতে অভাবে কাটাতে না হয় তার জন্য টাকাও জমিয়ে রাখেন। এরপর থেকে বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন নিশ্চা। এই সিদ্ধান্ত জুয়া খেলার সময়, বলেছিল পরিবার। তবে এটিই সাফল্য পেলেন নিশ্চা।

1720877779 5 2024 07 13t185934 239

এক বছরে ৮ কোটিরও বেশি উপার্জন করেছেন নিশ্চা। ইউটিউবে (YouTube) একাধিক কোর্স-পণ্য বিক্রি করে, কর্পোরেট সংক্রান্ত আলোচনা করে এবং বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এত টাকা ইনকাম। চাকরি করে যা বেতন পেতেন তার কয়েক ৪ গুণ ইনকাম! ‘মানি হ্যাবিটস কিপিং ইউ পুওর’, ‘হাউ টু ইনভেস্ট ইওর ফার্স্ট ১০০০ ডলার’ সহ বেশ কিছু ভিডিওতে লাখ লাখ ভিউ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর