বাংলাহান্ট ডেস্ক : ভারতের লক্ষ লক্ষ যুবক-যুবতী স্বপ্ন দেখেন ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস কিংবা আইএএস হওয়ার। তবে ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সফলতা পাওয়া মুখের কথা নয়। কঠোর পরিশ্রম ও নিজের প্রতি আত্মবিশ্বাসই হয়ে উঠতে পারে ইউপিএসসি পরীক্ষার সাফল্যের (Success Story) চাবিকাঠি।
পারমিতার সাফল্যের কাহিনি (Success Story)
আজ আমরা এমন এক বঙ্গ তনয়ার গল্প আপনাদের শোনাতে চলেছি, যিনি হাজার ব্যর্থতার মধ্যেও ছাড়েননি স্বপ্ন দেখা। কঠোর পরিশ্রম ও নিজের স্বপ্নে অবিচল থেকে উত্তীর্ণ হয়েছেন ইউপিএসসি। শত ব্যর্থতার পরেও ২০২৩ সালে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় চমকপ্রদ ফল করে সবাইকে তাক লাগিয়ে দেন পশ্চিমবঙ্গের বাসিন্দা পারমিতা মালাকার।
আরও পড়ুন : সংঘবদ্ধ হচ্ছে হিন্দুরাও! মোথাবাড়ি কাণ্ডে একদিনের জন্য ডিপি পরিবর্তন করে বিশেষ ইঙ্গিত শুভেন্দুর
একটি সংস্থায় দিনে ১২ ঘন্টা চাকরি করার পরেও, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে গিয়েছেন পারমিতা। একটি সংস্থায় কাজ করতে করতে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া মোটেও সহজ কাজ ছিল না পারমিতার কাছে। তবুও অদম্য ইচ্ছা ও অধ্যাবস্যার জেরে ২০২৩ সালে ইউপিএসসি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেন এই বঙ্গ কন্যা।
আরও পড়ুন : রাজ্যকে তিন সপ্তাহের ডেডলাইন! জনস্বার্থ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
২০১২ সালে পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর একটি বিপিওতে নিজের কর্ম জীবন শুরু করেন পারমিতা। কয়েক মাস বিপিওতে কাজ করার পর পারমিতার প্রবেশ ঘটে কর্পোরেট সেক্টরে। প্রথমে টিসিএস ও পরবর্তীকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি পান মেধাবী এই ছাত্রী। এমনকি ২০২০ সালে উপ-বিভাগীয় তথ্য ও সাংস্কৃতিক কর্মকর্তা (এসডিআইএসও) হিসাবে নির্বাচিতও হন পারমিতা।
একটি সাক্ষাৎকারে পারমিতা জানিয়েছিলেন, টিসিএসে কাজ করার সময়ে ১২ ঘন্টা অফিস করতে হত তাকে। সারাদিনের হারভাঙা পরিশ্রমের পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া মোটেও সহজ কাজ ছিল না তার কাছে। তাই প্রথমবারের জন্য ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায় বসে খুব একটা ভালো রেজাল্ট হয়নি পারমিতার।
দীর্ঘ অধ্যাবসার পর ২০২২ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস মেনসে সফলতার মুখ দেখেন পারমিতা। ২০২৩ সালে চূড়ান্ত নির্বাচনে ইউপিএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তৈরি করেন এক অনন্য উদাহরণ। হাজার ব্যর্থতার মধ্যেও লক্ষ্য স্থির থাকলে যে পৌঁছানো যায় কাঙ্খিত সাফল্যে (Success Story), তারই এক নয়া নজির সৃষ্টি করেছেন বঙ্গ কন্যা পারমিতা।