পড়তে পড়তেই মাথায় আসে দুর্দান্ত আইডিয়া! কাজে লাগিয়ে ৮,৭০৩ কোটির কোম্পানি দাঁড় করালেন রাধা

বাংলা হান্ট ডেস্ক: আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভারতের ধনকুবের কারা? তাহলে সহজেই মনে আসবে আম্বানি-আদানিদের নাম। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি তাঁর নিজের ক্ষমতায় হয়েছেন কোটিপতি (Success Story)। শুধু তাই নয়, তাঁর মোট সম্পদ টেক্কা দেবে ধনকুবেরদেরও। ভাইয়ের সাথে মিলেই সফটওয়্যার সংস্থা শুরু করেই তিনি গড়ে ফেলেছেন নজির। তিনি আর কেউ নন, রাধা ভেম্বু। বর্তমানে দেশের সবচেয়ে “সেল্ফ মেড বিলিয়নেয়ার” হিসেবে বিবেচিত হন।

চমকে দেবে রাধা ভেম্বুর সফলতার কাহিনি (Success Story):

রাধা ভেম্বুর সম্পত্তির পরিমাণ কত: ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি পার করেছে রাধা ভেম্বুর বয়স। বর্তমানে তিনি ৪৭,৫০০ কোটি টাকার মালকিন। তিনি চেন্নাই এবং ভারতের সবচেয়ে ধনী “সেল্ফ মেড বিলিয়নেয়ার” হিসেবেই আজ পরিচিত।

Success Story of Radha Vembu.

কিভাবে আজ রাধা ভেম্বু এত টাকার মালিক: ১৯৭২ সালে চেন্নাইয়ের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন রাধা ভেম্বু। তাঁর বাবা পেশায় ছিলেন মাদ্রাজ হাইকোর্টের স্টেনোগ্রাফার। ছোটো থেকেই রাধার চোখে বিরাট স্বপ্ন ছিল। মধ্যবিত্ত হলেও তাঁকে উচ্চবিত্ত হওয়ার দৌড়ে কেউ আটকাতে পারেনি। জানা যায়, বেঙ্গালুরুর ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে তিনি তাঁর স্কুল শিক্ষা সম্পন্ন করেন। এরপর আইআইটি মাদ্রাজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক করেন তিনি। উচ্চশিক্ষা চলাকালীনই তিনি সফটওয়ারের বিপ্লব সম্পর্কে বুঝতে শেখেন।

আরও পড়ুন: Jio গ্রাহকদের খুলল কপাল! মাত্র ১২৫ টাকায় মিলছে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান, কেনার জন্য শুরু হুড়োহুড়ি

এরপর পড়তে পড়তেই ভাই শ্রীধর ভেম্বু ও সেকর ভেম্বুর সঙ্গে মিলে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন জোহো কর্পোরেশন। পূর্বে এই কোম্পানির নাম ছিল অ্যাডভেন্ট (Advent)। কঠোর পরিশ্রম, দক্ষতা আজ তাঁকে সাফল্যর উচ্চ শিখরে নিয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আজ এই কোম্পানির মূল্য প্রায় ৮৭০৩ কোটি টাকা।

আরও পড়ুন: কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত! PM-AASHA প্রকল্পের জন্য ৩৫,০০০ কোটি টাকা অনুমোদন মোদী সরকারের

জানা যায়, জোহো কর্পোরেশনের সবথেকে বড় স্টেকহোল্ডার হলেন রাধা। চেন্নাইতেই এই সংস্থার মূল শাখা রয়েছে। এদিকে জোহো সংস্থার সদর দপ্তর রয়েছে অস্টিনে। জানা গিয়েছে, বিশ্বব্যাপী এই সংস্থার উপস্থিতি রয়েছে আরও মোট ৯ টি দেশে। আর ৯।টি দেশে মোট ১২ টি কোম্পানি রয়েছে । ক্লাউড বেসড বিজনেস সফটওয়্যারের জন্যই আজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে জোহা। এমনকি এই কোম্পানিই আজ রাধা ভেম্বুরকে এত সাফল্য এনে দিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর