১৩ বছর বয়সে সেলসম্যান! মায়ের কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিয়ে ৩২,০০০ কোটির কোম্পানি বানালেন ইনি

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সফল মানুষের সফলতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি (Success Story)। যে কাহিনি উদ্বুদ্ধ করে বাকিদের। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক লড়াকু ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব। যাঁর ভারতীয় পোশাকের ব্র্যান্ড “মান্যবর” (Manyavar) ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দেশ এবং আন্তর্জাতিক মহলেও। আর এই ব্র্যান্ড তৈরির পেছনে যিনি রয়েছেন তিনি হলেন রবি মোদী।

নজির (Success Story) গড়েছেন রবি:

মূলত, তাঁর তৈরি বেদান্ত ফ্যাশনস, “মান্যবর,” থেকে শুরু করে “মোহে,” “মন্থন,” “মেবাজ,” এবং “ত্বামেভ” সহ বিখ্যাত ব্র্যান্ডের মালিক। ২০২২-এ তাঁর সংস্থার IPO সামনে আসে। এমতাবস্থায়, গত বছর রবি মোদী ভারতের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, মোদী ১৩ বছর বয়সে প্রথম তাঁর বাবার পোশাকের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। তারপরে, তিনি একটা সময়ে সেই দোকানের নেতৃত্ব দিতে শুরু করেছিলেন। ২০০২ সালে, রবি মোদীঐতিহ্যবাহী ভারতীয় পোশাক তৈরির জন্য কলকাতায় তাঁর ছেলের নামে নামকরণ করা বেদান্ত ফ্যাশনস প্রতিষ্ঠা (Success Story) করেন।

Success Story of Ravi Modi.

সবথেকে অবাক করার মত বিষয় হল, তিনি তাঁর মায়ের কাছ থেকে ধার করা মাত্র ১০,০০০ টাকা দিয়ে এটি শুরু করেছিলেন। তারপরে, তিনি ভারতীয় পোশাক তৈরি করতে শুরু করেন এবং ভারতের বিভিন্ন রাজ্যের বাজারে অত্যন্ত সফলতার (Success Story) সাথে প্রবেশ করে “মান্যবর”-এর ভিত্তি স্থাপন করেন। ধীরে ধীরে তাঁর সংস্থা জনপ্রিয়তা অর্জন করে এবং বিবাহের পোশাক হিসেবেও আলাদা পরিচিতি তৈরি করে।

আরও পড়ুন: সর্বনাশ! আচমকাই এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

বর্তমানে, “মান্যবর” একটি বিখ্যাত এবং ভারতীয় বিবাহের পোশাকের ক্ষেত্রে আইকনিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। যা পুরুষদের কুর্তা, শেরওয়ানি এবং জ্যাকেটের জন্য বিখ্যাত (Success Story) । পাশাপাশি, মহিলাদের লেহেঙ্গা, শাড়ি এবং ট্রেন্ডিং ডিজাইনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, বিরাট কোহলি থেকে শুরু করে অনুষ্কা শর্মা, রণবীর সিং, আলিয়া ভাট এবং কার্তিক আরিয়ানের মতো বিখ্যাত তারকারাও এই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন: কারও পৌষ মাস, কারও সর্বনাশ! বাজেটের পরেই বিরাট লোকসান আম্বানির, লাফিয়ে সম্পদ বাড়ল আদানির

এদিকে বর্তমানে এই সংস্থার ৬৬২ টি স্টোর রয়েছে। যার মধ্যে ভারতের ২৪৮ টি শহরে এগুলি রয়েছে এবং ১৬ টি আন্তর্জাতিক স্টোরও রয়েছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে ব্যবসায়ে ক্রমবর্ধমান ও দ্রুত সাফল্যের কারণে ২০২৩ সালের এপ্রিলে রবি মোদীর মোট সম্পদের পরিমাণ ২.৫ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৩ বিলিয়ন ডলার হয়ে যায়। এদিকে, ২০২২ সালের বিশ্বের শ্রেষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকায় ১,২৩৮ নম্বর স্থানে ছিলেন তিনি। এছাড়াও, ফোর্বস অনুসারে তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৬৪ তম (Success Story) স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২৮,০০০ কোটি টাকা। তবে, বেদান্ত ফ্যাশনসের মোট ভ্যালুয়েশন হল ৩২,০০০ কোটি টাকা।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর