বাংলা হান্ট ডেস্ক: বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের সাফল্যের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি একদম স্বল্প বয়সেই বিরাট নজির স্থাপন করেছেন। শুধু তাই নয়, মাত্র ১৭ বছর বয়সে ব্যবসা শুরু করে ইতিমধ্যেই তিনি তৈরি করেছেন ১০০ কোটি টাকার সাম্রাজ্যও। মূলত, আজ আমরা সংকর্ষ চন্দের (Sankarsh Chanda) বিষয়ে আপনাদের জানাবো। হায়দ্রাবাদের (Hyderabad) বাসিন্দা সংকর্ষের সাফল্যের যাত্রা সম্পূর্ণ আলাদা। তিনি পড়তে গিয়ে স্টক মার্কেটের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে, তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
স্টক ট্রেডিংয়ের মাধ্যমে ভাগ্য গড়েছেন: জেনে অবাক হবেন যে, মাত্র ২,০০০ টাকা দিয়ে স্টক মার্কেটে সফর শুরু করা সংকর্ষ অল্প সময়ের মধ্যে ১০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়েছেন। “লিটল ঝুনঝুনওয়ালা” নামে পরিচিত সংকর্ষ স্টক ট্রেডিংয়ের মাধ্যমে তাঁর ভাগ্য তৈরি করেছিলেন। শেয়ার বাজার থেকেই তিনি ১০০ কোটি টাকা আয় করেছেন।
উল্লেখ্য যে, শেয়ার বাজারে অনেককে লোকসানের মুখে পড়তে হলেও তাঁর সঙ্গে এমনটা হয়নি। সংকর্ষ ১৭ বছর বয়সে যখন প্রথমবার ২,০০০ টাকা বিনিয়োগ করেছিলেন সেই সময়ে তিনি গ্রেটার নয়ডার বেনেট ইউনিভার্সিটি থেকে বি.টেক করছিলেন। দ্বিতীয় বর্ষে পড়াশোনায় বিরতি নিয়ে তিনি তাঁর পুরো সময় স্টক ট্রেডিংয়ে ব্যয় করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ধনকুবেরদের এ কি হাল! ২ দিনে ২২ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, বড় ধাক্কা পেলেন আম্বানি-আদানিও
এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারের সময়ে, সংকর্ষ জানান যে, “আমি ২ বছরে স্টক মার্কেটে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছি। এই সময়ের মধ্যে, আমার শেয়ারের বাজার মূল্য বেড়ে ১৩ লক্ষ টাকা হয়েছে।” তিনি আরও জানান, আমেরিকান অর্থনীতিবিদ বেঞ্জামিন গ্রাহামের একটি লেখা পড়ে শেয়ার বাজারের দিকে ঝুঁকে পড়েন তিনি। গ্রাহাম ১৪ বছর বয়সে “ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং” নামে পরিচিত ছিলেন। স্টক মার্কেটে বিনিয়োগ শুরু করার পর, সংকর্ষ ওই বিষয়ে গবেষণার জন্য সর্বাধিক সময় ব্যয় করেছিলেন। সেই কারণেই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি।
আরও পড়ুন: প্রতিদিন স্ত্রীর সাথে এই খেলাটি খেলেন গৌতম আদানি! অধিকাংশ সময় হেরে যান ভারতীয় ধনকুবের
ফিনটেক স্টার্টআপের সূচনা: স্টক মার্কেটে শক্তিশালী পারফরম্যান্সের পরে, সংকর্ষ একটি স্টার্টআপ শুরু করেন। তাঁর স্টার্টআপের নাম হল স্ববোধ ইনফিনিটি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেড। এই স্টার্টআপ শুরু করার জন্য, সংকর্ষ ২০১৭ সালে ৮ লক্ষ টাকায় শেয়ার বিক্রি করেন। স্টার্টআপটি প্রথম বছরে ১২ লক্ষ, দ্বিতীয় বছরে ১৪ লক্ষ, তৃতীয় বছরে ৩২ লক্ষ এবং ২০২০-২১ সালে ৪০ লক্ষ টাকার রেভিনিউ সংগ্রহ করে। তিনি স্টার্টআপের মাধ্যমে অর্জিত অর্থ পুনরায় বিনিয়োগ করেন। এভাবেই তিনি আজ একটি বড় সাম্রাজ্যের মালিক। সম্প্রতি সংকর্ষ নিজে জানিয়েছেন যে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার কাছাকাছি।