IIT থেকে পড়াশোনা, করেছেন ২ বার UPSC পাশ! দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে IAS হলেন শুভম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জীবনে কঠিন পরিস্থিতি আসবেই। তাই বলে থেমে থাকলে হবে না। সেটাই প্রমাণ করে দিয়েছেন অনেকেই। দেখিয়ে দিয়েছেন একাগ্রতা আর মনের ইচ্ছা থাকলে ঠিক কি করা যায়। ব্যর্থতাই হল সাফল্যের (Success Story) প্রথম ধাপ। ব্যর্থতা না আসলে সফলতার (Success Story) স্বাদ পাওয়া যায় না।

শুভমের সফলতার কাহিনী (Success Story)

এই ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে হয় শীর্ষে। আইএএস (Indian Administrative Service) অফিসার শুভম কুমারের জীবনটা ঠিক তেমনি। ছোটবেলা থেকেই ভীষণ বুদ্ধিমান এবং পড়াশোনায় ভালো ছিলেন শুভম কুমার। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকুরীজীবী হতে চেয়েছিলেন তিনি।

আরোও পড়ুন : বাংলা ছবির ‘ট্র্যাজিক’ নায়িকা, মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে সিরিয়ালের জনপ্রিয় শিশুশিল্পী!

তবে সেই পথটা মোটেও সোজা ছিল না। বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বিহারের (Bihar) কাটিহারের বাসিন্দা ছিলেন শুভম। তিনি পূর্ণিয়ায় পড়াশোনা করেন। এরপর তিনি কাটিহার এবং তারপর পাটনা থেকে শিক্ষা অর্জন করেন। ছোটবেলা থেকেই সরকারি কর্মকর্তা হতে চেয়েছিলেন তিনি। আইআইটি বম্বে থেকে শুভম কুমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক সম্পন্ন করেন।

আরোও পড়ুন : সর্বনাশ! এবার “অচল” হওয়ার পথে বাংলাদেশ, বন্ধ হতে চলেছে গুরুত্বপূর্ণ পরিষেবা, কি হবে জনগণের?

তারপরে তিনি শেষ বর্ষে ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সেই সময় একটি কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পান। এরপর চাকরির প্রস্তাবও পান। তবে তিনি চেয়েছিলেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে। তাই আর প্লেসমেন্ট ড্রাইভের জন্যও যাওয়া হয়নি শুভম কুমারের। শুভম কুমার প্রথম ২০১৮ সালে ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Success Story of subham Kumar

কিন্তু ব্যর্থ হন। তারপর ২০১৯ সালে, তিনি ২৯০ তম স্থান অর্জন করেন। তিনি ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস হিসেবে চাকরিতে যোগ দেন।  কিন্তু তিনি আইএএস অফিসার হতে চেয়েছিলেন। ২০২০ সালে আবার পরীক্ষা দেন। সেই পরীক্ষায় তিনি সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেন। সেই পরীক্ষায় তিনি টপার হয়েছিলেন। বর্তমানে তিনি একজন আইএএস অফিসার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X