ব্যবসা শুরু ১টি দিয়ে! আজ মালিক ৫০০০ ট্রাকের, বিজয়ের সাফল্যের কাহিনী দেখানো হয়েছে সিনেমাতেও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যতম বড় একটি লজিস্টিক কোম্পানি হল ভিআরএল (VRL) লজিস্টিকস। আপনিও হয়তো রাস্তায় কখনও এই কোম্পানির ট্রাক দেখে থাকবেন। এমতাবস্থায়, এই কোম্পানির প্রতিষ্ঠাতা “ট্রাকিং কিং” (Trucking King) নামে পরিচিত। যাঁর আসল নাম হল বিজয় সঙ্কেশ্বর (Vijay Sankeswar)।

১৯৭৬ সালে একটি ট্রাক দিয়ে এই ব্যবসা শুরু করেন তিনি। অথচ আজ ওই কোম্পানির ৪,৮১৬ টি বাণিজ্যিক যানবাহন রয়েছে। শুধু তাই নয়, সংস্থার দাবি ভারতে এত বড় বাণিজ্যিক গাড়ির বহর আর কারোর কাছে নেই। স্বভাবতই এটি একটি রেকর্ড। তাই এই কোম্পানির নাম ইতিমধ্যেই লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে।

   

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিজয় সঙ্কেশ্বরের পরিবারিক প্রিন্টিং প্রেসের ব্যবসা ছিল। কিন্তু তিনি অন্য কিছু করার সিদ্ধান্ত নেন। সেজন্য বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধেও যেতে হয় তাঁকে। ১৯৭৬ সালে টাকা ধার নিয়ে একটি ট্রাক দিয়েই এই ব্যবসার শুরু করেন তিনি। যদিও, প্রথমদিকে, ব্যবসা স্থাপন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিজয়কে। তবে, ধীরে ধীরে ঘুরতে থাকে তাঁর ভাগ্যের চাকা। ১৯৯৪ সাল নাগাদ তাঁর ১৫০ টি ট্রাক ছিল।

হতে হয় একাধিক সমস্যার সম্মুখীন: উল্লেখ্য যে, এই ব্যবসার প্রাথমিক পর্যায়ে তাঁকে চরম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ট্রাকিংয়ের পুরো ক্ষেত্রটি ছিল অসংগঠিত। তাই, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও, লজিস্টিকসের ক্ষেত্রে কোনো প্রযুক্তিও ছিল না। সেই সময়ে এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই কারণে ক্লায়েন্ট এবং ট্রাকিং কোম্পানির মধ্যে যোগাযোগ আজকের মতো এতটা মসৃণ ছিল না। যদিও, সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে বিজয় সঙ্কেশ্বর ১৯৯৪ সাল থেকে সাফল্য পেতে শুরু করেন।

ধীরে ধীরে হয় ব্যবসা সম্প্রসারণ: ১৯৯৬ সালে তিনি এই ব্যবসা প্রসারিত করেন। শুধু তাই নয়, বিজয় কমার্শিয়াল ট্রান্সপোর্ট থেকে প্যাসেঞ্জার সার্ভিসের ক্ষেত্রেও পদার্পন করেন। তিনি বিজয়ানন্দ ট্রাভেলস নামে একটি কোম্পানি শুরু করেছিলেন। তবে, বিজয়ানন্দ রোডলাইনসের নাম পরিবর্তন করে এখন VRL লজিস্টিকস করা হয়েছে। পাশাপাশি সংস্থাটি এখন এয়ার ট্রাভেলের ব্যবসাও করছে। এটি ভিআইপি, কর্পোরেট এবং সেলিব্রিটিদের জেট পরিষেবা প্রদান করে। যেটি ২০০৮ সালে শুরু হয়েছিল। ইতিমধ্যেই এই কোম্পানির মার্কেট ক্যাপ ৬,২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

4 71 1024x536

তৈরি হয় সিনেমাও: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিজয় সঙ্কেশ্বরের সাফল্যের কাহিনি এতটাই অনুপ্রেরণাদায়ক ছিল যে, এই প্রসঙ্গে কন্নড় ভাষায় একটি সিনেমাও তৈরি হয়েছে। এই সিনেমার নাম হল “বিজয়ানন্দ”। যেটি ২০২২ সালে মুক্তি পায়। সিনেমাটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে। IMDb-তে এটির রেটিং হল ৮.৪।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর